৩ জুনের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস দিতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

৩ জুনের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস দিতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

Published : ০৮:৫৭, ২০ মে ২০২৫

চলতি মাসেই পোশাক শ্রমিকদের ঈদ বোনাস এবং জুন মাসের ১-৩ তারিখের মধ্যে বেতন দিয়ে দিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৯ মে) মন্ত্রণালয় সভাকক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পোশাক শ্রমিকদের বোনাস মে মাসের ভেতর দিয়ে দিতে হবে। বেতন ১-৩ তারিখের মধ্যে দিয়ে দিতে হবে। শ্রমিকদের যৌক্তিক দাবি অবশ্যই মেনে নিতে হবে। তবে অযৌক্তিক দাবির জন্য রাস্তাঘাট ঘেরাউ করলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, ঈদ সামনে রেখে কোনো বাস, ট্রেন নৌযান অতিরিক্ত মানুষ বহন করতে পারবে না। একই নিয়ম থাকবে পশু আনা নেওয়ার ক্ষেত্রেও।

চলমান অনেকগুলো আন্দোলনের বিষয়ে উপদেষ্টা বলেন, দাবি-দাওয়া তো থাকবেই। এজন্যই তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমরা আহ্বান করব সব মন্ত্রণালয় যেন যৌক্তিক দাবি মেনে নেয়। তবে কেউ যেন অযৌক্তিক দাবি না করে। সবাই যেন নিজস্ব কমপ্লেক্সে দাবির জন্য দাঁড়ায়। রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে সাধারণ জনগণের ভোগান্তি যেন না হয়।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement