প্রোটিয়াদের বিপক্ষে টেস্টের দল ঘোষণা বাংলাদেশের

Published : ২৩:০৮, ১৯ মে ২০২৫
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে আসন্ন দুটি ৪ দিনের ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো একাধিক ক্রিকেটার, যার মধ্যে রয়েছেন স্পিনিং অলরাউন্ডার রাকিবুল হাসান ও উইকেটকিপার ব্যাটার ওয়াসি সিদ্দিকী।
আগামী ২০ মে চট্টগ্রামে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ, আর দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ ইমার্জিং দল, যা দলটির আত্মবিশ্বাসে বাড়তি জ্বালানি যোগ করবে।
দলটির নেতৃত্বে রয়েছেন উদীয়মান ব্যাটার শাহাদাত হোসেন দিপু, যিনি দীর্ঘদিন ধরে ‘এ’ দল ও ইমার্জিং পর্যায়ে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন। তার নেতৃত্বে দলটিকে শক্তভাবে মাঠে নামতে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়াও দলে জায়গা পেয়েছেন ধারাবাহিক পারফর্মার মারুফ মৃধা ও রিপন মন্ডল, যারা ঘরোয়া ক্রিকেটে বল হাতে দারুণ ছন্দে রয়েছেন। ব্যাটিং ইউনিটে আছেন আইচ মোল্লা, আশিকুর রহমান শিবলি ও ইফতেখার ইফতি- যারা ঘরোয়া আসরে দারুণ সব ইনিংস উপহার দিয়েছেন।
বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড:
শাহাদাত হোসেন দিপু (অধিনায়ক), ইফতেখার ইফতি, আশিকুর রহমান শিবলি, চৌধুরী রিজওয়ান, আরিফুল ইসলাম, আইচ মোল্লা, প্রীতম কুমার, মঈন খান, শফিকুল ইসলাম, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, নাঈম আহমেদ, মারুফ মৃধা, রিপন মন্ডল ও মেহেদী হাসান।
বিডি/ও