চলে গেলেন মুক্তিযুদ্ধে ওহিদুর বাহিনীর অধিনায়ক ওহিদুর রহমান

Published : ২২:১২, ২৬ জুলাই ২০২৫
মুক্তিযুদ্ধের সংগঠক ও ১৯৭১ সালে "ওহিদুর বাহিনী"র অধিনায়ক ওহিদুর রহমান আর নেই। আজ শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় ঢাকার আগারগাঁওয়ে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওহিদুর বাহিনীর সদস্য মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান ভুলু। তিনি জানান, বেশ কিছু বছর ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন ওহিদুর রহমান।
ওহিদুর রহমানের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে আজ বাদ এশা নওগাঁ শহরের নওজোয়ান মাঠে। আগামীকাল রোববার সকাল ১০টায় তার গ্রামের বাড়ি, আত্রাই উপজেলার রসুলপুরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ওহিদুর রহমান পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি ও কৃষক আন্দোলনের নেতৃস্থানীয় একজন নেতা হিসেবে বিশাল একটি গেরিলা বাহিনী গড়ে তোলেন। তার নেতৃত্বে গঠিত বাহিনীতে রাজশাহী, নওগাঁ ও নাটোরের বিস্তৃত অঞ্চল থেকে দুই হাজারেরও বেশি মুক্তিযোদ্ধা যুক্ত হন। এই বাহিনীকে পরবর্তীতে “ওহিদুর বাহিনী” নামে আখ্যায়িত করা হয়, যারা পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ওহিদুর রহমানের জন্ম ১৯৪৩ সালে নওগাঁ জেলার আত্রাই উপজেলার রসুলপুর গ্রামে। কলেজ জীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়ে প্রগতিশীল রাজনীতির ধারায় পদার্পণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন।
স্বাধীনতার পরও তিনি সক্রিয় রাজনীতি ও জনসেবার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৮৬ সালে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাণীনগর-আত্রাই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
ওহিদুর রহমানের মৃত্যুতে দেশের একজন বীর মুক্তিযোদ্ধা, সংগঠক ও প্রগতিশীল রাজনীতিবিদের অবসান ঘটল। দীর্ঘ রাজনৈতিক ও সংগ্রামী জীবনে তিনি কৃষক-শ্রমিকদের অধিকার আদায়ের পাশাপাশি দেশমাতৃকার স্বাধীনতার জন্য জীবনবাজি রেখে লড়াই করেছেন।
তাঁর মৃত্যুতে নওগাঁসহ সমগ্র উত্তরাঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধারা ও সাধারণ মানুষ তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন।
উল্লেখযোগ্য তথ্য এক নজরে:
-
নাম: ওহিদুর রহমান
-
জন্ম: ১৯৪৩, রসুলপুর, আত্রাই, নওগাঁ
-
মৃত্যু: ২৬ জুলাই ২০২৫, আগারগাঁও, ঢাকা
-
বয়স: ৮২ বছর
-
পরিচিতি: মুক্তিযুদ্ধ সংগঠক, ওহিদুর বাহিনীর অধিনায়ক, প্রাক্তন সংসদ সদস্য
-
দাফন: রোববার সকাল ১০টায় রসুলপুরে পারিবারিক কবরস্থানে