রাজধানীর ভাটারায় অপহৃত ফল ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ৫

রাজধানীর ভাটারায় অপহৃত ফল ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ৫

The Business Daily

Published : ০২:২১, ২৭ জুলাই ২০২৫

রাজধানীর ভাটারা এলাকা থেকে অপহৃত ফল ব্যবসায়ী জাকির হোসেনকে (৫৫) অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ তারিক শাফিন (২৩), কে এম ইসলাম (৩০),  তানভীর রহমান স্বাধীন (২২), মো. আল নোমান (২২)  এবং মো. শিপন চৌধুরী (২২) ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ- কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ জুলাই ভোরে জাকির হোসেন তার দোকানে মাল গোছানোর সময় ১৮-২০ জন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে এসে দেশীয় অস্ত্রের মুখে তাকে অপহরণ করে। পরে তার স্ত্রীর কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। দুই দফায় মোট ৭ লাখ টাকা পরিশোধ করলেও অপহৃতকে মুক্তি দেয়নি চক্রটি।

এতে আরও বলা হয়, ২৫ জুলাই রাতে ভাটারা থানায় মামলা দায়েরের পর পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর বেইলি রোড এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করে। এরপর বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

তাদের হেফাজত থেকে অপহরণে ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও মুক্তিপণের ২ লাখ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement