মালয়েশিয়া ইমিগ্রেশন মহাপরিচালকের সঙ্গে হাইকমিশনার শামীম আহসানের বৈঠক

মালয়েশিয়া ইমিগ্রেশন মহাপরিচালকের সঙ্গে হাইকমিশনার শামীম আহসানের বৈঠক

The Business Daily

Published : ০১:২১, ২৭ জুলাই ২০২৫

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতো জাকারিয়া বিন শাবানের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) দেশটির ইমিগ্রেশন বিভাগের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ এবং দুই দেশের মধ্যে অভিবাসন সহযোগিতা জোরদার করার লক্ষ্যে কৌশলগত আলোচনা হয়।

সূত্র জানায়, বৈঠকে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অভিবাসন সংক্রান্ত সমস্যাবলী, শ্রম ও অভিবাসন ব্যবস্থাপনা প্রক্রিয়া, নতুন নিয়োগ, ভিসা জটিলতা এবং অভিবাসন প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে হাইকমিশনার শামীম আহসানের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মোসাম্মাৎ শাহানারা মনিকা, লেবার কাউন্সেলর সাইয়েদ শরীফুল ইসলাম এবং কাউন্সেলর মো. মুর্শেদ আলম।

  মালয়েশিয়ায় বর্তমানে কয়েক লাখ বাংলাদেশি কর্মরত আছেন, যাদের বৈধতা, কর্মসংস্থান, আবাসন ও স্বাস্থ্য সুরক্ষা—সবই দেশের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু। এই প্রেক্ষাপটে মালয়েশিয়া সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও যৌথ কৌশল নির্ধারণ অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে।

বৈঠকে অংশগ্রহণকারী কর্মকর্তারা জানান, ভবিষ্যতে বাংলাদেশি কর্মীদের জন্য একটি নিরাপদ, ন্যায্য ও মানবিক অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে যৌথভাবে কাজ করার বিষয়ে দুই পক্ষ সম্মত হয়েছে। এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে অভিবাসন ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে এবং প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুনঃ
Advertisement