‘আল্লাহর ভয় না থাকলে ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্রগঠন সম্ভব নয়’

Published : ১৮:৫৩, ৪ জুলাই ২০২৫
আল্লাহর ভয় না থাকলে ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্রগঠন করা কখনই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট মসিউল আলম।
শুক্রবার (৪ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার উদ্যোগে কেরানীগঞ্জের জয়নগর প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বিশাল কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা কর্মপরিষদ সদস্য ও থানা আমীর আব্দুর রহিম মজুমদারের সভাপতিত্বে ও সেক্রেটারি শহীদুল ইসলামের সঞ্চালনায় উক্ত সমাবেশেবিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা নায়েবে আমীর ও ঢাকা-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ শাহীনুর ইসলাম, জেলা শূরা সদস্য ও ঢাকা-২ আসনের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসান।
উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য কাজী বেলাল উদ্দীন, কেরানীগঞ্জ মডেল থানা নায়েবে আমির মোঃ ইলিয়াস, বায়তুলমাল সেক্রেটারি জহিরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য কাউসার উদ্দিন, আব্দুর রশিদ, আসাদুল্লাহ আল গালিব, মহিউদ্দিন সেলিম ও সালাউদ্দিন মানিক প্রমূখ।
এডভোকেট মসিউল আলম বলেন, জামায়াতে ইসলামীর কর্মীদের কুরআনের সাথে বেশি বেশি সম্পর্ক থাকতে হবে, সকল নামাজ বিশেষ করে ফজরের নামাজ জামায়াতের সাথে পড়তে হবে। জামায়াতের কর্মীদের আল্লাহর সাথে সম্পর্ক থাকতে হবে। যে অন্তরে কুরআন আছে, সে অন্তরে আল্লাহর ভয় থাকবে। আর আল্লাহর ভয় থাকলে ন্যায় কাজ করা তাদের পক্ষেই সম্ভব। তা নাহলে মানুষের দেয়া দায়িত্ব পালন করা যাবে না।
মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, বিগত ৫৩ বছর বিভিন্ন দল এদেশকে শাসন করেছে। কোনো দল এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই, তারা এদেশকে পিছিয়ে দিয়েছেন।
বাংলাদেশের ইতিহাস সংগ্রামের ইতিহাস, আমরা বাংলাদেশকে রক্তের বিনিময়ে পেয়েছি। ২০২৪ এ ছাত্রদের জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি। তারা ফ্যাসিস্টকে বিদায় করেছে, এদেশের ছাত্র ও যুবসমাজ চাইলে কোনো ফ্যাসিবাদর উদ্ভব হতে দেবে না।
বিডি/ও