লাহোরে আজ পিএসএলের মাঠে নামছেন সাকিব

লাহোরে আজ পিএসএলের মাঠে নামছেন সাকিব

স্পোর্টস ডেস্ক:

Published : ১০:১৭, ১৮ মে ২০২৫

লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল মাতাতে পাকিস্তানে পা রেখেছেন সাকিব আল হাসান। এর মধ্য দিয়েই অবশেষে ক্রিকেট মাঠে ফেরা হচ্ছে টাইগার অলরাউন্ডারের।

শনিবার (১৭ মে) কালান্দার্স শিবিরে যোগ দিতে সাকিব ইসলামাবাদ পৌঁছেছেন বলে সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জাতীয় দল এবং ঘরোয়া লিগগুলোতে খেলতে পারছেন না সাকিব। অবৈধ অ্যাকশনের কারণে বোলিং থেকে নিষিদ্ধ হওয়ায় জাতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফির টিমেও সুযোগ পাননি। যার কারণে ৬ মাস ধরে মাঠের বাইরে সাকিব।

২ বার ব্যর্থ হওয়ার পর গত মাসে বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাশ করেছেন সাকিব। এবার ফিরতে যাচ্ছেন মাঠে।

পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে আসরের বাকি ম্যাচগুলোতে খেলবেন তারকা টাইগার অলরাউন্ডার। টুর্নামেন্টটি খেলার জন্য এনওসিও পেয়ে গেছেন তিনি।

পিএসএলের শুরুর দিকে লাহোরের দলে ছিলেন না সাকিব। তবে ভারত-পাকিস্তান যুদ্ধপরিস্থিতির কারণে লিগটিতে বিরতি দেওয়ায় অনেক বিদেশি ক্রিকেটারই নিজ নিজ দেশে ফিরে গেছেন। তাদের মধ্যে একজন নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল। এই পেস অলরাউন্ডারের বদলি হিসেবেই এবার সুযোগ পেলেন সাকিব।

পিএসএলের বাকি অংশ শুরু হচ্ছে শনিবার (১৭ মে) থেকে। টুর্নামেন্টটির লিগ পর্বে এখনও একটি ম্যাচ বাকি আছে লাহোরের। আজ সেই ম্যাচে পেশোয়ার জালমির মুখোমুখি হবে শাহিন শাহ আফ্রিদির দল।

লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিতলে প্লে-অফে উঠবে লাহোর। তবে হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে তারা। টুর্নামেন্টের শুরু থেকে দলটির হয়ে মাঠ মাতিয়েছিলেন বাংলাদেশের আরেক তারকা রিশাদ হোসেন। 

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement