আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিল টাইগাররা

আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিল টাইগাররা

TheBusinessDaily

Published : ১২:৪০, ১৪ মে ২০২৫

আর সেই সিরিজ খেলতে আজ বুধবার দুই বহরে বিভক্ত হয় আরব আমিরাত যাচ্ছে বাংলাদেশ। শুরুতে সকালে দশটার বিমান ধরেছেন ক্রিকেটাররা। এরপর সন্ধ্যা সাতটায় যাবে দলের বাকি সদস্যরা। প্রথম বহরে দলের সঙ্গে গিয়েছেন দশ ক্রিকেটার, তবে ছিলেন না অধিনায়ক লিটন দাস।

 

সূচি অনুযায়ী ম্যাচ রয়েছে আগামী ১৭ ও ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। দুটি ম্যাচই হবে বাংলাদেশের স্থানীয় সময় রাত নয়টায়।

 

এই সিরিজ থেকেই মূলত আগামী ২০২৬ বিশ্বকাপের জন্য পূর্ণ প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। নতুন অধিনায়ক লিটন কুমার দাসের প্রথম অ্যাসাইনমেন্ট এই সিরিজ। যেখানে তিনি ডেপুটি হিসেবে পাচ্ছেন শেখ মেহেদি হাসানকে। যদিও সহ-অধিনায়ক পদে শেখ মেহেদির থাকাটা পূর্ণমেয়াদের না।

শেয়ার করুনঃ
Advertisement