কুড়িলে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

Published : ১৭:৫৭, ৫ মে ২০২৫
বকেয়া বেতনের দাবিতে রাজধানীর প্রগতি সরণির কুড়িল চৌরাস্তা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।
সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৩টা থেকে এ অবরোধ শুরু করেন তারা। ঘণ্টাব্যাপী এ অবরোধের ফলে কুড়িল বিশ্বরোড, কুড়িল ফ্লাইওভার, বিমানবন্দর সড়ক ও উত্তরাসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীদের মারাত্মক ভোগান্তিতে পড়তে হয়।
জানা গেছে, ইউরো জোন ও ফেরদৌস গার্মেন্টসের শ্রমিকরা এ বিক্ষোভ করছেন।
ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার জিয়াউর রহমান জানান, শ্রমিকদের আশ্বস্ত করার পর তারা রাস্তা থেকে সরে যান। এরপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে।
পুলিশ জানিয়েছে, শ্রমিকদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডি/ও