পীরগঞ্জে মোবারক আলী চক্ষু হাসপাতালকে মাইক্রোবাস হস্তান্তর

Published : ১৭:২৪, ৫ মে ২০২৫
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোবারক আলীর চক্ষু হাসপাতালকে মাইক্রোবাস হস্তান্তর করেছে পূবালী ব্যাংক।
সোমবার (৫ মে) দুপুরে পীরগঞ্জ পূবালী ব্যাংক পিএলসি শাখার মাধ্যমে মাইক্রোবাস হস্তান্তর করেন পূবালী ব্যাংক এর অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক আলতাব হোসেন।
এ সময় বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান
জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ পূবালী ব্যাংক শাখার ম্যানেজার পরেশ চন্দ্র রায়, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান নান্নু, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, মোবারক আলীর চ্যারিটেবল ট্রাষ্টের ট্রাস্টি বৃন্দ।
পীরগঞ্জ পূবালী ব্যাংক শাখার ম্যানেজার পরেশ চন্দ্র রায় জানান, হাসপাতেল চিকিৎসাসেবা বেগবান করার জন্য পূবালী ব্যাংক পীরগঞ্জ শাখার মাধ্যমে মাইক্রোবাস প্রদান করা হয়েছে, একই মঞ্চে পূবালী ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্ধোধন করা হয়েছে।
চক্ষু হাসপাতালটি ২০১৯ সাল সালে প্রতিষ্ঠিত হয়। এই হাসপাতালে এ পর্যন্ত ২০ হাজার রুগী আউটডোরে চিকিৎসা নেন। এছাড়াও ২০০৩ সালে আগস্ট মাস থেকে এ পর্যন্ত ৩৫০০ জন চক্ষু রোগীকে অপারেশন সেবা প্রদান করা হয়।
বিডি/ও