ঈশ্বরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ আটক ২

ঈশ্বরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ আটক ২

TheBusinessDaily

Published : ১৭:৫৮, ৫ মে ২০২৫

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সোমবার ভৈরব থেকে একটি পিকাপভ্যানে গাঁজা নিয়ে ময়মনসিংহের দিকে আসছে। তথ্য অনুযায়ী আমরা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপ-পরিদর্শক মাহাবুব আলম ও মো. ফারুক মিয়াসহ ঈশ্বরগঞ্জ পৌর শহরের গোল চত্বরে অবস্থান করি। বেলা ১২টার দিকে পিকাপভ্যানটি ঈশ্বরগঞ্জ আসলে সংকেত দিয়ে দাঁড় করাই। এসময় চালক ও তার সহযোগিকে জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে গাড়ি তল্লাশি করে ১৩টি প্যাকেটে থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

গাঁজা বহনকারী আটকৃতরা হলো- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চান্দনা গ্রামের মোখলেস মিয়া পুত্র মামুন মিয়া (২৫) ও লেদু মিয়ার পুত্র সাব্বির হোসেন (২৩)। 

 

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, আকটকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে সোপর্দ করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। 

 

শেয়ার করুনঃ
Advertisement