লিভারপুল ছাড়ছেন অ্যালেক্সান্ডার-আর্নল্ড, গন্তব্য রিয়াল

লিভারপুল ছাড়ছেন অ্যালেক্সান্ডার-আর্নল্ড, গন্তব্য রিয়াল

স্পোর্টস ডেস্ক:

Published : ১৮:২১, ৫ মে ২০২৫

গত কিছুদিন থেকেই ট্রেন্ট অ্যালেক্সান্ডার–আর্নল্ডের লিভারপুল ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। অলরেডদের হয়ে দ্বিতীয়বার প্রিমিয়ার লিগের শিরোপা জিতেই ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করলেন এই ফুলব্যাক।

লিভারপুলের সঙ্গে ২০ বছরের সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে অ্যালেক্সান্ডার–আর্নল্ডের। চলতি মৌসুম শেষে অ্যানফিল্ড ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন এই ইংলিশ ফুলব্যাক। তাতেই গত কিছুদিন থেকে রিয়াল মাদ্রিদকে ঘিরে তার নামে যে গুঞ্জন শোনা যাচ্ছিল তা বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

এই জুনেই লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে অ্যালেক্সান্ডার–আর্নল্ডের। নতুন করে আর অলরেডদের সঙ্গে চুক্তি করবেন না বলে জানিয়েছেন এই ২৬ বছর বয়সী ফুলব্যাক। ফলে ফ্রি ট্রান্সফারে নিজের ইচ্ছামতো দল বেছে নিতে পারবেন তিনি।

প্রিমিয়ার লিগের ২০তম শিরোপা নিশ্চিত হওয়ার পর গতকাল রাতে প্রথমবার লিগের ম্যাচ খেলতে নেমেছিল লিভারপুল। চেলসির মাঠে খেলতে নেমে ৩-১ গোলে হেরে গেছে নতুন চ্যাম্পিয়নরা। এই ম্যাচের পর সোমবার (৫ মে) ক্লাব ছাড়ার ঘোষণা দিলেন অ্যালেক্সান্ডার–আর্নল্ড।

তিনি বলেন, 'লিভারপুল ফুটবল ক্লাবে ২০ বছর কাটানোর পর এখন এটা নিশ্চিত করছি, এই মৌসুম শেষে আমি চলে যাব (অ্যানফিল্ড ছেড়ে)। এটা আমার জীবনে নেয়া সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। আমি জানি আপনাদের অনেকেই বিস্মিত কিংবা ক্ষুব্ধ এই কারণে যে, কেন আমি এটা এতদিন বলিনি, কিন্তু আমি সবসময় চেয়েছি দলের স্বার্থের প্রতি সর্বোচ্চ মনোযোগ ধরে রাখা, যেটা অর্জিত হয়েছে (২০তম লিগ শিরোপা)।'

'এই ক্লাবটাই আমার পুরো জীবন – আমার পুরো পৃথিবী – গত ২০ বছর ধরে। একাডেমি থেকে শুরু করে আজ পর্যন্ত, ক্লাবের ভিতরে-বাইরে সবার ভালোবাসা ও সমর্থন আমি চিরকাল মনে রাখব। আমি সবার কাছে চিরকাল ঋণী থাকব। তবে আমি কখনো অন্য কিছু জানিনি, আর এই সিদ্ধান্তটা নিয়েছি এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য, নিজেকে কমফোর্ট জোন থেকে বের করে পেশাগত ও ব্যক্তিগতভাবে নিজেকে আরও এগিয়ে নেওয়ার জন্য।'–তিনি যোগ করেন।

এদিকে দলবদলের বিশেষজ্ঞ ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, অ্যালেক্সান্ডার–আর্নল্ড রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন। গত কিছুদিন থেকে যা গুঞ্জন চলছিল, তা এবার সত্যি হতে চলেছে। এরই মধ্যে রিয়াল মাদ্রিদে যোগ দিতে এই ফুলব্যাক মৌখিক সম্মতি জানিয়েছেন। চুক্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রও প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

৫ বছরের জন্য রিয়াল এই ২৬ বছর বয়সীর সঙ্গে চুক্তি করছে বলে জানিয়েছেন রোমানো।

লিভারপুলের একাডেমি থেকে উঠে এসেছেন অ্যালেক্সান্ডার–আর্নল্ড। ২০০৪ সালে ৬ বছর বয়সে তিনি মার্সিসাইডের ক্লাবটিতে যোগ দেন। ২০১৬ সালে সিনিয়র দলে অভিষেক হয় এই ফুলব্যাকের। সিনিয়র দলের হয়ে এখন পর্যন্ত ৩৫২টি ম্যাচে ২৩টি গোল করেছেন তিনি। সহায়তা করেছেন ৯২ গোলে।

লিভারপুলের হয়ে তিনি দুবার করে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ, একবার করে চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ ও ইংলিশ সুপার কাপ জিতেছেন। 

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement