‘সুগার ড্যাডি’ নিয়ে বিস্ফোরক মন্তব্য ফারিয়ার

Published : ১৩:৩৫, ৪ মে ২০২৫
লাক্স তারকা, জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ফারিয়া শাহরিন সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘সুগার ড্যাডি’ নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন, যা দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে
কিছু সময় বিরতিতে থাকলেও ‘ব্যাচেলর পয়েন্ট’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজে ফিরেছেন ফারিয়া। ভক্তদের কাছে তা সাড়া ফেলার পর সিজন ফাইভের শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী।
তাই ক্যারিয়ার, কাজ, শুটিং, ভবিষ্যৎ পরিকল্পনাসহ নানা বিষয় নিয়ে গণমাধ্যমে প্রশ্নের মুখোমুখি হন ফারিয়া। মিডিয়ায় অভিনেত্রীদের নিয়ে ওঠা নানা বিতর্ক নিয়েও কথা বলেন তিনি।
অভিনেত্রীদের আয়ের উৎস নিয়ে প্রসঙ্গ উঠলে ফারিয়া বলেন, দেখুন শোবিজে যারা অভিনয় করেন, তাদের অনেকেরই নিজের বাড়ি, গাড়ি আছে। মিডিয়ায় থাকলে অনেকভাবেই টাকা কামানো যায়। কিন্তু আমার নিজের কোনো বাড়ি, গাড়ি নেই। আমার মতো যারা কম কাজ করে এবং সততার সঙ্গে কাজ করে তাদের এসব না থাকাটাই স্বাভাবিক।
ফারিয়া আরও বলেন, সারাজীবন বাপের গাড়িতে চড়েছি, আমার নিজের কোনো বাড়ি, গাড়ি নেই। কম কাজ করে, সততা দিয়ে কাজ করলে এত টাকা কামানো যায় না যদি ‘সুগার ড্যাডি’ না থাকে।
অভিনেত্রী বলেন, কম কাজ করেও যারা অনেক টাকা কামাই করতে পারে তাদের ‘সুগার ড্যাডি’ থাকার সম্ভাবনা বেশি। আমার কখনও ‘সুগার ড্যাডি’ ছিল না। এখনও নেই। আর ভবিষ্যতেও ‘সুগার ড্যাডি’ থাকার সম্ভাবনা একশ ভাগ নেই।
২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হন ফারিয়া শাহরিন। এরপর থেকেই শোবিজ পাড়ায় নিয়মিত কাজ করে ভক্তদের প্রিয় তারকা হয়ে উঠেছেন তিনি। নাটক, বিজ্ঞাপনচিত্রে কাজ করার পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন।
বিডি/ও