ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট মুক্ত রাখতে যৌথ বাহিনীর অভিযান

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট মুক্ত রাখতে যৌথ বাহিনীর অভিযান

টাঙ্গাইল প্রতিনিধি:

Published : ২২:২৯, ২২ মে ২০২৫

টাঙ্গাইলের মির্জাপুরে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যানজট মুক্ত রাখতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার বিকালে মহাসড়কের গোড়াই এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম আরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মহসড়কের গোড়াই ওভার ব্রিজের নীচ থেকে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা হয়। সভায় সিদ্ধান্ত পবিত্র ঈদুল আযহায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য মহাসড়ক ও উপজেলা সদরের সড়ক দখল করে গড়ে উঠা অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের সিদ্ধান্ত হয়। 

সেই সিদ্ধান্ত বাস্তবায়নে বিকালে উপজেলা প্রশাসন, সেনা ও পুলিশ বাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এ বি. এম আরিফুল ইসলাম।

এ সময় উপজেলা শহরের সড়কে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান বসিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও দোকানে পণ্যের মূল্য তালিকা টাঙ্গানো না থাকায় ৩ জন ব্যবসায়ীর প্রত্যেকের কাছ থেকে ১৫ হাজার ও সড়ক পরিবহন আইনে দুই মোটরসাইকেল চালকের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে। 

অভিযান চলাকালে মির্জাপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ফাহিম ও মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলামসহ ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement