হারল্যান ঈদ উৎসব: বিজয়ীর হাতে নগদ ১ লাখ টাকা তুলে দিলেন ইমন-দিঘী!

হারল্যান ঈদ উৎসব: বিজয়ীর হাতে নগদ ১ লাখ টাকা তুলে দিলেন ইমন-দিঘী!

কর্পোরেট ডেস্ক:

Published : ১৬:১৮, ২২ মে ২০২৫

আসন্ন ঈদকে কেন্দ্র করে হারল্যান স্টোরের ‘লাখ টাকায় লাইফ সাজাই’ ক্যাম্পেইন ইতোমধ্যেই গ্রাহকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। এই ক্যাম্পেইনের প্রথম ভাগ্যবান বিজয়ী সেনপাড়া পর্বতার তাসমিন রেজা বর্ণালী বুধবার, ২১ মে ২০২৫, আনুষ্ঠানিকভাবে পেয়েছেন প্রথম পুরস্কার নগদ ১ লাখ টাকা।

নতুন উদ্বোধন হওয়া শেওড়াপাড়া আউটলেটের সামনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন রিমার্ক-হারল্যানের নির্বাহী পরিচালক ও জনপ্রিয় অভিনেতা মামনুন হাসান ইমন এবং জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘী। অনুষ্ঠানে রিমার্ক-হারল্যানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

গত ১২ মে থেকে শুরু হওয়া ‘লাখ টাকায় লাইফ সাজাই’ ক্যাম্পেইনের নকল ও ভেজাল পণ্যের অপকারিতা সম্পর্কে ক্রেতাদের অবহিত করার মাধ্যমে অথেনটিক, লাক্সারি পণ্যের প্রচার ও প্রসার মূলত এই ক্যাম্পেইনের লক্ষ্য। তাসমিন ১৯ মে মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া শাখা থেকে ৩২০০ টাকার লিলি এবং ম্যাক্স বিউ ব্র্যান্ডের প্রসাধনী কিনেছিলেন। আর এই সামান্য কেনাকাটাই তাঁকে এনে দেয় এক লক্ষ টাকার নগদ পুরস্কার!

পুরস্কার হাতে পেয়ে আবেগাপ্লুত তাসমিন বলেন, “এখনো বিশ্বাস হচ্ছে না শুধু অথেনটিক প্রোডাক্টস কিনে আমি এক লাখ টাকা জিতে গেছি! আর সেটা ইমন ভাইয়া ও দিঘী আপুর হাত থেকে পেয়েছি এটা যেন স্বপ্নের মতো! এমন আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না।” তিনি অন্যদেরও হারল্যান স্টোর থেকে কেনাকাটা করে এই জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

রিমার্ক এইচবি লিমিটেডের অপারেটিভ ডিরেক্টর হাসান ফারুক বলেন, “সারা দেশে লিলি ও ম্যক্স বিউ গ্রাহকদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমাদের ব্র্যান্ড থেকেই এই ক্যাম্পেইনের প্রথম বিজয়ী পাওয়া নিঃসন্দেহে আনন্দদায়ক। তাসমিনকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং হারল্যানের ভবিষ্যৎ উদ্যোগের জন্য শুভকামনা রইল।”

হারল্যান স্টোরের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গিয়াস উদ্দিন বিশ্বাস ক্যাম্পেইনটির সাফল্যে উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, “অথেনটিক, লাক্সারি কসমেটিকস আরও সহজলভ্য করার পাশাপাশি ভোক্তাদের একটি আনন্দদায়ক শপিং অভিজ্ঞতা দিতে হারল্যান স্টোর বদ্ধপরিকর। কঠোর মান নিয়ন্ত্রণ করে শুধুমাত্র শতভাগ অথেনটিক ও প্রিমিয়াম ব্র্যান্ডগুলোই আমরা আমাদের ভোক্তাদের হাতে তুলে দিচ্ছি এবং নিশ্চিত করছি দেশে থেকেই তারা পাচ্ছেন বিশ্বমানের পণ্য।“ 

এই উৎসবমুখর আয়োজনে মামনুন হাসান ইমন বলেন, “হারল্যান স্টোর কেবল প্রসাধনীর স্টোর নয়, এটা এমন একটি স্থান যেখান থেকে স্বপ্ন শুরু হয়। ‘লাখ টাকায় লাইফ সাজাই’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা প্রতিদিনের কেনাকাটাকেও আনন্দময় করে তুলছি। এই ঈদে দেশের মানুষের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে পেরে আমরা গর্বিত।”

এই জীবন বদলে দেওয়া ঈদ ক্যাম্পেইনের অংশ হিসেবে, হারল্যানের ১৫০টির বেশি আউটলেট বা herlan.com-এ মাত্র ৫০০ টাকা কেনাকাটার মাধ্যমেই গ্রাহকরা পেতে পারেন ১ লাখ টাকার নগদ পুরস্কার। এছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার কুপন এবং নির্দিষ্ট পণ্যে রয়েছে ৬০% পর্যন্ত মূল্যছাড়।

উল্লেখ্য ক্যাম্পেইনটি উদ্বোধন হয় ১২ মে, সোমবার জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে যমুনা ফিউচার পার্কে, যেখানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং রিমার্ক-হারল্যানের নির্বাহী পরিচালক মামনুন হাসান ইমন।

বছরের সেরা এই ক্যাম্পেইন এর মাধ্যমে ক্রেতারা সারা দেশজুড়ে দেড় শতাধিক হারল্যান স্টোর আউটলেট, হারল্যান স্টোর ফ্ল্যাগশিপ আউটলেট ও herlan.com ওয়েবসাইট থেকে নিওর, লিলি, সিওডিল, ব্লেইজ ও’ স্কিন, হারল্যান, লিটল ওয়ান, স্কিন মিন্ট, ক্যাভোটিন, ম্যাক্স বিউ, ডার্মো-ইউসহ অথেনটিক কালার কসমেটিকস, স্কিন কেয়ার, বেবি কেয়ার, হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্যের রেঞ্জ থেকে ৫০০ টাকার পণ্য কিনলেই এই ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য মনোনীত হবেন। সম্মানিত গ্রাহকের ফোন নাম্বার ও ইনভয়েস নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে আর গ্রাহক জিতে নিতে পারেন নগদ ১ লক্ষ টাকা। এছাড়াও প্রতি শপিং এ রয়েছে ক্যাশ ভাউচার।
  
রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’ যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ অথেনটিক কালার কসমেটিকস, স্কিন কেয়ার, হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য। রিমার্ক-হারল্যানের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন মেগাস্টার শাকিব খান, জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান, জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, নাজিফা তুষি, সাবিলা নূর, কেয়া পায়েল, প্রার্থনা ফারদিন দিঘী, পূজা চেরি, ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও সিয়াম আহমেদের মত জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব। 

দেশের সবচেয়ে বড় অথেনটিক কসমেটিকস স্টোর, হারল্যান স্টোরের সবগুলো পণ্য পাওয়া যাচ্ছে সারা দেশজুড়ে দেড় শতাধিক হারল্যান স্টোর আউটলেট, হারল্যান স্টোর ফ্ল্যাগশিপ আউটলেট ও herlan.com ওয়েবসাইটে।  

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement