মির্জাপুর ক্যাডেট কলেজে আবারও শতভাগ জিপিএ-৫

Published : ১৯:৪২, ১০ জুলাই ২০২৫
২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে সেরা সাফল্য অর্জন করেছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মির্জাপুর ক্যাডেট কলেজ। এ বছর এসএসসি পরীক্ষায় ৫০ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
এর মধ্যে ৪০ জন শিক্ষার্থী গোল্ডেন ‘এ’ প্লাস পেয়েছে। তারা প্রত্যেকেই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১০ জুলাই) সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
ফলাফল প্রকাশিত হওয়ার পর শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অভিভাবকরা এই সাফল্যে ক্যাডেট কলেজ ক্যাম্পাসজুড়ে আনন্দ উদযাপন করেন।
মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস এম ফয়সল বলেন, শিক্ষার্থীদের নিরলস অধ্যবসায়, শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধান ও অভিভাবকদের সহযোগিতায় এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে। এজন্য আমি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।
গতবছর এই কলেজ থেকে ৪৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এবং প্রত্যেকেই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল।
বিডি/ও