উৎসব’-এর দাপট মাল্টিপ্লেক্সে, ৩৩ দিনে টিকিট বিক্রি ছয় কোটি টাকা

উৎসব’-এর দাপট মাল্টিপ্লেক্সে, ৩৩ দিনে টিকিট বিক্রি ছয় কোটি টাকা

The Business Daily

Published : ২০:২৭, ১০ জুলাই ২০২৫

চলতি বছরের তৃতীয় সিনেমা হিসেবে মাল্টিপ্লেক্সে ৬ কোটি টাকার টিকিট বিক্রির মাইলফলক স্পর্শ করল তানিম নূরের নির্মিত ‘উৎসব’। মুক্তির মাত্র ৩৩ দিনের মাথায় স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে এই রেকর্ড গড়ে সিনেমাটি। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘দাগি’ সিনেমাকে পেছনে ফেলে দিয়েছে ‘উৎসব’। নির্মাতা তানিম নূর জানিয়েছেন, মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিন ও দেশের বাইরেও ভালো চলছে ছবিটি। তবে সিঙ্গেল স্ক্রিনের আয় গণনায় কিছুটা সময় লাগছে। ৩৪তম দিনেও সিনেমাটির বেশ কিছু শো হাউসফুল হয়েছে বলে জানান তিনি। দেশীয় বাজার ছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে ‘উৎসব’। ২০ জুন আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়ার পর ১৭ দিনের ব্যবধানে শুধু উত্তর আমেরিকা থেকেই সিনেমাটি আয় করেছে ১ লাখ ৪৬ হাজার ডলার।

‘পরিবার ছাড়া দেখা নিষেধ’—এই ব্যতিক্রমধর্মী ট্যাগলাইন নিয়ে মুক্তি পাওয়া ‘উৎসব’ এবারের ঈদে হয়ে উঠেছে পারিবারিক দর্শকদের অন্যতম পছন্দ। দিন যত যাচ্ছে, দর্শকের আগ্রহ ততই বাড়ছে। তানিম নূরের পরিচালনায় ‘উৎসব’-এ অভিনয় করেছেন দেশের জনপ্রিয় শিল্পীরা—জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান।\

গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। ডিরেক্টর অব ফটোগ্রাফি হিসেবে ছিলেন রাশেদ জামান। ‘ব্র্যাক ব্যাংক প্রেজেন্টস উৎসব’ সিনেমাটি প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশনস, সহপ্রযোজনায় আছে চরকি এবং সহযোগী প্রযোজক হিসেবে কাজ করেছে লাফিং এলিফ্যান্ট।

BD/S

শেয়ার করুনঃ
Advertisement