বাংলাদেশ সফর স্থগিত, ঢাকায় এসিসি সভার ভেন্যু পরিবর্তনের অনুরোধ ভারতের

বাংলাদেশ সফর স্থগিত, ঢাকায় এসিসি সভার ভেন্যু পরিবর্তনের অনুরোধ  ভারতের

TheBusinessDaily

Published : ১৯:০১, ১০ জুলাই ২০২৫

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ সফর স্থগিত করেছে ভারত। চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের, যেখানে তিনটি ওয়ানডে এবং তিনটি টি২০ ম্যাচ খেলার কথা ছিল। তবে সীমান্তবর্তী এই দেশ সফরকে বর্তমানে অনুপযুক্ত মনে করে সফরটি ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

সফর স্থগিতের পর এবার ঢাকায় অনুষ্ঠেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভার ভেন্যু নিয়েও আপত্তি জানিয়েছে বিসিসিআই। আগামী ২৪ জুলাই ঢাকায় এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়েছে ভারত। এমনকি ভেন্যু পরিবর্তন না হলে ভারত এসিসি সভা থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে।  ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে সূত্রের বরাতে জানিয়েছে, ‘‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও অস্থিরতার কারণে বাংলাদেশ সফর এখন উপযুক্ত নয়। আমরা আনুষ্ঠানিকভাবে এসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়েছি।’’ উল্লেখ্য, ২৪ জুলাইয়ের ওই সভায় এ বছরের এশিয়া কাপ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রস্তাবিত সূচি অনুযায়ী, টুর্নামেন্টটি শুরু হবে ৫ সেপ্টেম্বর এবং ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ সেপ্টেম্বর। এবারের এশিয়া কাপ হবে টি২০ ফরম্যাটে, যা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ সফর স্থগিত হওয়ার পর ভারতকে একই ধরনের একটি সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।  তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে তারা। শুধু শ্রীলংকাই নয়, আরও একটি দেশের ক্রিকেট বোর্ড থেকে প্রস্তাব পেয়েছে বিসিসিআই— এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ইন্ডিয়া টুডে কে এক সূত্র জানিয়েছেন, ‘‘আমরা কিছু অনুরোধ পেয়েছি এবং বিকল্পগুলো বিবেচনা করছি। কিছু বোর্ড আছে যাদের ওই সময় আন্তর্জাতিক সূচি নেই এবং তারা ভারতের সঙ্গে খেলতে আগ্রহী।’’

এই পরিস্থিতি শুধু ক্রিকেটীয় সূচির নয়, কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সিরিজ স্থগিত ও এসিসি সভা নিয়ে ভারতের অবস্থান দক্ষিণ এশীয় ক্রিকেট রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।

BD/S

শেয়ার করুনঃ
Advertisement