মনির খানের নির্বাচনী প্রস্তুতি ও গুজব নিয়ে স্পষ্ট বক্তব্য

মনির খানের নির্বাচনী প্রস্তুতি ও গুজব নিয়ে স্পষ্ট বক্তব্য

TheBusinessDaily

Published : ২২:৩২, ১৪ জুলাই ২০২৫

জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান সম্প্রতি তার রাজনৈতিক অবস্থান এবং আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করে আলোচনায় এসেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততার পর তিনি দল থেকে পদত্যাগের গুজব উড়িয়ে দিয়েছেন। একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ২০১৮ সালের একটি তথ্যকে বিকৃত করে গুজব ছড়ানো হচ্ছে। আমি দলের পদ ছেড়েছি, কিন্তু দল ছাড়িনি। আমি বিএনপির সঙ্গেই ছিলাম এবং আছি। মনির খান পূর্বে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। তবে ২০১৮ সালে তিনি এই পদ থেকে অব্যাহতি নেন।

এ বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, আমি শুধু পদ ছেড়েছি, দলের সঙ্গে সম্পর্ক অটুট রয়েছে। এই গুজব উদ্দেশ্যপ্রণোদিত  বলে তিনি মনে করেন। আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা সম্পর্কে মনির খান বলেন, আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছি। দল এবং জনগণ যদি আমাকে যোগ্য মনে করে, তাহলে আমি নির্বাচনে অংশ নেব। এ জন্য আমার প্রস্তুতি রয়েছে। সংগীত জগতে মনির খান একটি উজ্জ্বল নাম। ১৯৯৬ সালে তার প্রথম একক অ্যালবাম তোমার কোনো দোষ নেই দিয়ে তিনি শ্রোতাদের মন জয় করেন। এরপর তার ৪২টিরও বেশি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে।  প্রেমের তাজমহল, লাল দরিয়া এবং দুই নয়নের আলোর মতো চলচ্চিত্রে গাওয়া তার গানগুলো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। দ্বৈত ও মিশ্র অ্যালবামের মাধ্যমেও তিনি শ্রোতাদের মুগ্ধ করেছেন। 

রাজনীতি ও সংগীতের এই সমন্বয়ে মনির খান নিজেকে একজন সক্রিয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার নির্বাচনী প্রস্তুতি এবং দলের প্রতি অবিচল আনুগত্য নিয়ে তার এই বক্তব্য জনমনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

BD/S

শেয়ার করুনঃ
Advertisement