বিস্ফোরক মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বিস্ফোরক মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি:

Published : ২০:২৯, ১৩ জুলাই ২০২৫

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইনামুল হাসানকে (৪০) বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার ইনামুল হাসান ওই মামলার এজাহারভুক্ত ৬৫ নম্বর আসামি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শনিবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারের বিষয়টি আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জালাল আলম নিশ্চিত করেছেন।

জানা গেছে, গ্রেপ্তার ইনামুল হাসান ২০১৭ সালে নৌকা প্রতীক নিয়ে গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন। পুনরায় তিনি ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচেন নৌকা প্রতীক পেয়ে স্বতন্ত্র প্রার্থী খান সাইফুল ইসলামের সঙ্গে পরাজিত হন। ইনামুল ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং ওই ইউনিয়নের কামার গ্রামের বাসিন্দা কুদ্দুস মোল্যার ছেলে।

জানা যায়, গত ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌর সদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে বিএনপির সমর্থক দিনমজুর লাভলু সর্দার।

এছাড়া মামলায় আড়াই থেকে ৩ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এই মামলায় ৬৫ নং আসামি হিসেবে সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলায় আলফাডাঙ্গা ছাড়াও পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার আওয়ামী লীগের প্রথম সারির নেতাকর্মীদের আসামি করা হয়। সেই মামলার ৬৫ নম্বর এজাহারভুক্ত আসামি ইনামুল হাসান গোপালপুর ইউনিয়নের কামারগ্রাম নিজ বাড়িতে দুপুরের খাবার খেতে বাড়িতে এলে তাকে গ্রেপ্তার করা হয়। 

এ মামলার অন্য অনেক আসামিকে এর আগে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে অনেকে জামিনও পেয়েছে, আবার অনেকে জেলহাজতে রয়েছে।

ওসি মো. শাহ্ জালাল আলম বলেন, ‘বিস্ফোরক মামলার এজাহার নামীয় আসামি ইনামুল হাসানকে বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।’

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement