জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্রের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ

Published : ১৬:১৫, ১৬ জুলাই ২০২৫
জুলাই গণহত্যার বিচার ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানিয়েছে তারা। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় শহরের উত্তর তেমুহনী আফনান চত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়ে দক্ষিণ তেমুহনীতে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক মোঃ আরমান হোসেন, সদস্য সচিব শায়েদুর রহমন রাফি, মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ, আরিয়ান রায়হান, বেলাল হোসেন হৃদয় প্রমুখ।
বিডি/ও