লর্ডসে রোমাঞ্চকর টেস্টে ভারতের হার: শেষ দিনে ইংল্যান্ডের দুর্দান্ত কামব্যাক

Published : ২০:৫৫, ১৬ জুলাই ২০২৫
১৬ জুলাই: লর্ডসের ঐতিহাসিক মাঠে শেষ দিনের টানটান উত্তেজনার লড়াইয়ে ইংল্যান্ডের কাছে ২২ রানে হেরে গেছে ভারত। পঞ্চম দিনে ম্যাচ ঘুরে যায় এক নাটকীয় মোড়কে, যেখানে উভয় দলের লক্ষ্য ছিল স্পষ্ট—ভারতের দরকার ছিল ১৩৫ রান, আর ইংল্যান্ড খুঁজছিল ৬টি উইকেট। বৃষ্টি না থাকায় ম্যাচ গড়ায় ফলাফলের দিকে, আর জয় হাসে ইংল্যান্ড।
প্রথম ইনিংসে দু’দলই ৩৮৭ রান করে সমতায় ছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৯২ রানে অলআউট হয় ইংল্যান্ড, ফলে ভারতের সামনে জয় পেতে লক্ষ্য দাঁড়ায় ১৯৩ রান। কিন্তু সেই লক্ষ্য স্পর্শ করতে পারেনি রোহিত শর্মার দল। তারা থেমে যায় ১৭০ রানেই। দিনের শুরুতে ভারতের স্কোর ছিল ৪ উইকেটে ৫৮ রান। কিন্তু জোফরা আর্চারের দ্রুত আঘাতে ম্যাচে ফেরে ইংল্যান্ড। দিনের তৃতীয় ওভারেই ঋষভ পান্ত আউট হন বোল্ড হয়ে। এরপর লোকেশ রাহুলও ফিরে যান লেগ বিফোর উইকেটে। ব্যাট হাতে ব্যর্থ হন ওয়াশিংটন সুন্দরও—খেলেন মাত্র ৪টি বল, কোনো রান না করেই বিদায় নেন। ৮২ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ কার্যত ভারতের হাতছাড়া হয়ে যায়।
তবে সেখান থেকে একক লড়াই চালিয়ে যান রবীন্দ্র জাদেজা। অষ্টম উইকেটে নীতিশ কুমার রেড্ডিকে সঙ্গে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন, কিন্তু নীতিশও ১৩ রান করে বিদায় নেন। এরপর জাসপ্রিত বুমরাহ খেলেন ৫৪ বল, কিন্তু রান তোলার গতি বাড়াতে পারেননি। শেষ উইকেটে সিরাজ কিছুটা সময় ব্যাট করলেও শেষরক্ষা হয়নি। ৩০ বলে ৪ রান করে তিনিও আউট হন গাস বশিরের বলে। জাদেজা শেষ পর্যন্ত ১৮১ বল খেলে ৬১ রানে অপরাজিত থাকেন, কিন্তু জয় এনে দিতে পারেননি দলকে।
ভারতের ব্যাটিং ব্যর্থতা আর ইংল্যান্ডের টানা চাপের ফলেই শেষ পর্যন্ত ২২ রানে হার মানতে হয় সফরকারীদের। এই জয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড, আর লর্ডসে টেস্ট ক্রিকেট দেখাল আবারও কতটা অনিশ্চিত আর রোমাঞ্চকর হতে পারে শেষ দিন পর্যন্ত।
BD/S