গোপালি আওয়ামী লীগকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ- NCP

গোপালি আওয়ামী লীগকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ- NCP

The Business Daily

Published : ১৯:৫৭, ১৬ জুলাই ২০২৫

নতুন গণতান্ত্রিক রাজনৈতিক জোট ন্যাশনাল কনসার্ন পার্টি (এনসিপি)-  যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেছেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের একচেটিয়া আধিপত্য এবার ভাঙবে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গোপালি আওয়ামী লীগকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।শুক্রবার বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া চত্বরে আয়োজিত এক জনসভায় এই বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, গোপালগঞ্জ কখনো আওয়ামী লীগের ব্যক্তিগত সম্পত্তি ছিল না, আর এবার জনগণ জবাব দিতে প্রস্তুত।

 জনসভায় বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ, তিনি বলেন, “যে দল গোপালগঞ্জকে পৈতৃক সম্পত্তি বানিয়ে রেখেছে, তাদের সময় শেষ। এনসিপি এসেছে জনগণের ভোট অধিকার ফিরিয়ে দিতে।” নেতারা আরও অভিযোগ করেন, গোপালগঞ্জের সাধারণ মানুষ বঞ্চিত, অথচ একটি পরিবারের রাজনীতি এখানে প্রাধান্য পায়। তারা বলেন, এবার নির্বাচন হলে, গোপালগঞ্জ থেকেও আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। সভায় অংশ নেন স্থানীয় কৃষক, শ্রমিক, তরুণ প্রজন্মের শত শত মানুষ। এনসিপি নেতারা নির্বাচনের জন্য সংগঠন গোছাতে মাঠে নামার ঘোষণা দেন।

 তবে আওয়ামী লীগের স্থানীয় নেতারা এই বক্তব্যকে 'উসকানিমূলক' 'দায়িত্বজ্ঞানহীন' বলে উল্লেখ করেছেন। গোপালগঞ্জে আসন্ন রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা নিচ্ছে এনসিপির এমন ঘোষণা কর্মসূচির মাধ্যমে।

BD/S

শেয়ার করুনঃ
Advertisement