ফরিদপুরে ইজিবাইক চালক হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড, রায় ঘিরে আসামিদের মারমুখী আচরণ

ফরিদপুরে ইজিবাইক চালক হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড, রায় ঘিরে আসামিদের মারমুখী আচরণ

The Business Daily

Published : ১৭:৪৬, ৩১ জুলাই ২০২৫

ফরিদপুরে ব্যাটারিচালিত ইজিবাইক চালক শওকত মোল্যা হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩১ জুলাই) অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মাকসুদুর রহমান এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মেহেদী আবু কাওসার, জনি মোল্যা, রাজেস রবি দাস, রবিন মোল্যা ও পলাতক আসামি রাসেল শেখ। এদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে। অপর আসামি বাদশা শেখকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত চারজন আসামি পুলিশের সঙ্গে মারমুখী আচরণ করেন এবং উত্তেজনা সৃষ্টি করেন। পরে তাদের পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৯ সালের ১৪ নভেম্বর রাতে নিখোঁজ হন ইজিবাইক চালক শওকত মোল্যা। পরদিন সকালে শহরের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের পরের দিন নিহতের বাবা কোতোয়ালি থানায় মামলা করেন। তিনদিনের মধ্যে পুলিশ হত্যার রহস্য উদঘাটন করে এবং পরে পাঁচজনকে গ্রেফতার করে। ২০২০ সালের ২৬ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করা হয়।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি চৌধুরী জাহিদ হাসান খোকন জানান, আসামিরা ভাড়া নেওয়া ইজিবাইক চালক শওকতকে কৌশলে নির্জন স্থানে নিয়ে গলায় বেল্ট পেঁচিয়ে হত্যা করেন। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হত্যাকাণ্ড সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন।

তিনি জানান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের অনুমোদনক্রমে আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

S

শেয়ার করুনঃ
Advertisement