যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় বাংলাদেশের কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় বাংলাদেশের কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা

The Business Daily

Published : ২৩:৪৯, ১ আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা সত্ত্বেও বাংলাদেশ সফলভাবে আলোচনার মাধ্যমে তা কমিয়ে আনতে পেরেছে, যা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ‘একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়’ হিসেবে অভিহিত করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বাড়ানোর ঘোষণার পর বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়। একাধিক দফায় আলোচনা শেষে এই হার কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনা হয়। আলোচনায় নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, যার সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা।

বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ, গম, সয়াবিন তেল ও তুলা আমদানির প্রতিশ্রুতি দেয়—যা মার্কিন বাণিজ্য ঘাটতি কমাতে সাহায্য করবে। এর ফলে যুক্তরাষ্ট্রের উদ্বেগ নিরসন ও বাণিজ্য ভারসাম্য বজায় রাখা সম্ভব হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, এই অর্জন বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষিত করেছে, বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা বজায় রেখেছে এবং দ্রুততর প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের সম্ভাবনা উন্মোচন করেছে।

অন্যদিকে ভারতের মতো দেশ পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় ২৫ শতাংশ শুল্কের মুখে পড়েছে। ফলে বাংলাদেশের অবস্থান তুলনামূলকভাবে সুবিধাজনক রয়ে গেছে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, আলোচনার মাধ্যমে দেশের পোশাক শিল্পের সুরক্ষা ও মার্কিন কৃষিপণ্য আমদানি করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ২০ শতাংশ শুল্কে চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশের জন্য অর্থনৈতিক ও কৌশলগত সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুনঃ
Advertisement