টানা দ্বিতীয়বার ‘বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড’ জিতলেন নাজমুল সাঈদ

টানা দ্বিতীয়বার ‘বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড’ জিতলেন নাজমুল সাঈদ অনুসন্ধান বিভাগে বেস্ট আরবান রিপোর্টিং আওয়ার্ড-২০২৫ পুরষ্কার গ্রহণ করছেন ইনডিপেনডেন্ট টেলিভিশেনর অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘তালাশ’-এর সিনিয়র রিপোর্টার না

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:২৯, ৬ সেপ্টেম্বর ২০২৫

সেরা অনুসন্ধানী প্রতিবেদক হিসেবে টানা দ্বিতীয়বারের মতো মর্যাদাপূর্ণ ‘বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘তালাশ’-এর সিনিয়র রিপোর্টার নাজমুল সাঈদ। এ বছর অনলাইন, প্রিন্ট ও টেলিভিশনের ‘অনুসন্ধান’ ক্যাটাগরিতে ‘বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ তার ঝুলিতে যায়।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নাজমুল সাঈদের হাতে পুরস্কার তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তার অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা আর্থিক অনিয়ম ও প্রতারণার চিত্র। নির্ধারিত বেতন না দেওয়া, কম কর্মী দিয়ে কাজ করিয়ে পূর্ণ অর্থ আত্মসাৎ করা এবং ডিজিটাল জালিয়াতির মাধ্যমে ইজারাদারদের আখের গোছানোর ভয়াবহ কাহিনি প্রকাশ করেন তিনি। এই সাহসী প্রতিবেদনের স্বীকৃতিস্বরূপই মিলেছে এ সম্মাননা।

এর আগে, ‘বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪’-এরও বিজয়ী ছিলেন নাজমুল সাঈদ। পাশাপাশি তিনি পেয়েছেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ এবং ২০২৩, টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০২৩, ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩ ও ২০২৪, প্রথম আলো মাদকবিরোধী পুরস্কার-২০১৮ এবং আহ্ছানীয়া মিশন মাদকবিরোধী পুরস্কার-২০২০। ২০২৪ সালের মিনা মিডিয়া অ্যাওয়ার্ডেও তিনি সেরা পাঁচে জায়গা করে নেন।

ছাত্রাবস্থায় মেহেরপুরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত হয়ে পথচলা শুরু করেন নাজমুল সাঈদ। উচ্চশিক্ষার পাশাপাশি ঢাকায়ও তিনি সাংবাদিকতায় সক্রিয় থাকেন। বর্তমানে তিনি ইনডিপেনডেন্ট টেলিভিশনের ‘তালাশ’ অনুষ্ঠানে সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি কাজ করেছেন আমাদের সময়, আমাদের অর্থনীতি, শীর্ষ নিউজ ডটকম, বাংলামেইল টোয়েন্টিফোর ডটকম, দ্য রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম, দীপ্ত টেলিভিশন, বৈশাখী টেলিভিশন ও যমুনা টেলিভিশনে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement