রাষ্ট্রবিরোধী স্লোগান: তেজগাঁও আটক সাতজন রিমান্ডে

রাষ্ট্রবিরোধী স্লোগান: তেজগাঁও আটক সাতজন রিমান্ডে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:০২, ৬ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর তেজগাঁও এলাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সময় গ্রেপ্তার হওয়া সাতজনের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিদের মধ্যে রয়েছেন জিয়াউর রহমান, রুবেল হোসাইন, আব্দুর রহমান, ফায়িম তালুকদার, মো. ফিরোজ আহমেদ, মেহেদী হাসান হৃদয় ও ওমর ফারুক। এছাড়া রিদোয়ান রাফি নামে অপর একজনকে কারাগারে পাঠানো হয়েছে।

এইদিন তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের উপপরিদর্শক মো. আবু ঈসা আসামিদের আদালতে উপস্থিত করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত সাতজনকে চারদিন করে রিমান্ডে পাঠানোর অনুমতি দেন।

এর আগে, শুক্রবার রাজধানীর তেজগাঁও এলাকায় আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার সময় তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, তারা রাষ্ট্র ও সরকার বিরোধী স্লোগান দিয়ে সন্ত্রাসবাদকে উস্কে দিয়েছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement