রাবিপ্রবিতে গুচ্ছভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

রাবিপ্রবিতে গুচ্ছভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

রাবিপ্রবি প্রতিনিধি:

Published : ২০:৪০, ২ মে ২০২৫

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের "বি" ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। 

বি ইউনিটের ভর্তি পরীক্ষায় রাবিপ্রবি কেন্দ্রে পরীক্ষার্থীর উপস্থিতির সংখ্যা ৫১৫ জন এবং অনুপস্থিতির সংখ্যা ৬৫ জন। উপস্থিতির হার ৮৮.৯৭ শতাংশ। 

পরীক্ষা শুরুর আগে সকাল সাড়ে দশ ঘটিকার সময় রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ কর্নারে গুচ্ছ "বি" ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে প্রশাসন ও পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করেন। এরপর উপাচার্য পরীক্ষার কক্ষসমূহ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে উপাচার্য বলেন, আমরা রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখা ও অবকাঠামোগত পরিবর্তন সাধনের মাধ্যমে পরীক্ষার্থীদের জন্য চমৎকার পরিবেশ সৃষ্টি করেছি এবং আশা করছি দ্রুততম সময়ের মধ্যে রাবিপ্রবি সকলের প্রত্যাশার বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে।

তিনি আরো বলেন, ছাত্ররা অনেক আশা করে এ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসেছে। তাদেরকে যদি আমরা যথাযথ শিক্ষার পরিবেশ দিতে পারি, তারা আগামীর স্বপ্ন পূরণের জন্য এবং এ বিশ্ববিদ্যালয়ের চাহিদা পূরণের জন্য দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরি হবে।

উল্লেখ্য, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করার জন্য রাবিপ্রবিয়ানরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেছে। তীব্র গরম উপেক্ষা করে পরীক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেছে রাবিপ্রবিয়ানরা।

প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিজ্ঞান শাখার (এ ইউনিট) ভর্তি পরীক্ষা আগামী ৯ মে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিজ্ঞান শাখার অধীন আর্কিটেকচার বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement