যারা মা তুলে গালি দেয়, তারা ফ্রাস্ট্রেটেড: নুসরত

যারা মা তুলে গালি দেয়, তারা ফ্রাস্ট্রেটেড: নুসরত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:২৯, ২ মে ২০২৫

টালিউডে আসতে আবেগঘন ছবি—‘আড়ি’। ছবিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে মা-ছেলের মধুর সম্পর্ক, আর সেই জায়গাতেই বড় চমক হয়ে হাজির হচ্ছেন ভারতের বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমি চ্যাটার্জি। প্রধান চরিত্রে অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা যশ দাসগুপ্ত ও অভিনেত্রী নুসরাত জাহান।

পারিবারিক সম্পর্কের সূক্ষ্ম টানাপড়েন আর মমতাময় গল্পকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই ছবি। ‘আড়ি’ ছবিতে মৌসুমি চ্যাটার্জি থাকছেন যশের মায়ের চরিত্রে। দীর্ঘদিন পর বাংলা ছবিতে ফিরে দর্শকদের মধ্যে এক অন্যরকম প্রত্যাশা তৈরি করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে যশ ও নুসরাত জানালেন, ‘আড়ি’ শুধুই একটি ছবি নয়, বরং সম্পর্কের আবেগ ছুঁয়ে যাওয়ার এক গল্প। পর্দার গল্পের মতোই পর্দার বাইরেও ছবিকে ঘিরে নানা প্রসঙ্গ উঠে আসে আলোচনায়।

বর্তমানে যশ ও নুসরাত—দুজনেই সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। প্রতিনিয়ত পোস্ট করছেন ছবি, শুটিংয়ের আপডেট বা ব্যক্তিগত মুহূর্ত। তবে জনপ্রিয়তার পাশাপাশি তাদের নানা ধরনের কুমন্তব্য ও সমালোচনার মুখেও পড়তে হচ্ছে। বিশেষত সামাজিক যোগাযোগমাধ্যমে একাংশের নেতিবাচক মন্তব্য তাদেরকে বারবার প্রশ্নের মুখে ফেলছে।

তবু এসব কাটিয়ে ‘আড়ি’ নিয়ে দুই তারকাই বেশ আশাবাদী। সিনেমার আবেগ, গল্পের গভীরতা এবং মৌসুমি চ্যাটার্জির উপস্থিতি মিলিয়ে এটি হতে পারে চলতি বছরের আলোচিত একটি টালিউড প্রজেক্ট।

যশ-নুসরাত যে ছবি সম্প্রতি করলেন, তা মা-ছেলের সম্পর্ক নিয়ে। ভালোবাসার সম্পর্ক। আদরের। যদি খানিক তলিয়ে দেখা যায়, বোঝা যাবে, এই তাদের পোস্টে যে সমস্ত কুমন্তব্য ঘোরাফেরা করে, তার বেশিরভাগই ‘মা’-এর নাম তুলে অশ্লীল মন্তব্য। এ নিয়ে প্রশ্নের মুখে পড়েন যশ-নুসরাত। স্ক্রল করতে করতে যখন এমন মন্তব্য দেখে কী মনে করেন তারা, তা নিয়ে মুখ খুললেন দুজনেই।

নুসরত বলেন, ‘যারা মা-বাবা তুলে গালি দেয়, তাদের বাবা-মায়েরা জানেন না, তারা এটা করছে। যদি জানত তাহলে তারা এটা করতো না।’ যশ বলে ওঠেন, ‘কোনো মা-বাবা এমন শিক্ষা দিতে পারেন না। যারা এটা করছে, তাদের সাহায্য দরকার। তারা জিম করতে পারে, ওজন তুলতে পারে। ঘাম ঝরবে, ফ্রাসট্রেশন কেটে যাবে।’ নুসরাত বললেন, ‘যারা মা তুলে গালি দেয়, তারা ফ্রাস্ট্রেটেড’।

এনই

শেয়ার করুনঃ
Advertisement