সালমান-ঐশ্বরিয়ার প্রেম কেন ভেঙে যায়

সালমান-ঐশ্বরিয়ার প্রেম কেন ভেঙে যায়

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:২৬, ২ মে ২০২৫

বলিউড তারকা  সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের প্রেম বলিউডের অন্যতম আলোচিত ও বিতর্কিত প্রেম কাহিনিগুলোর একটি। তাদের পরিচয় হয় ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘হাম দিল দে চুকে সনম’–এর শুটিংয়ের সময়। এ ছবিতে তারা প্রথমবারের মতো জুটি বাঁধেন এবং পর্দার সেই রসায়ন বাস্তব জীবনেও ছড়িয়ে পড়ে। শুটিং চলাকালীন সময়েই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং ধীরে ধীরে প্রেমে জড়ান তারা।

প্রথম দিকে এ সম্পর্ক ছিল মিডিয়ার প্রিয় বিষয়। তারা একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা দিতেন, পার্টি, অনুষ্ঠান বা শুটিং সেটে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের মধ্যে জটিলতা বাড়তে থাকে। সালমানের রাগ, অধিকারবোধ এবং নাকি অশোভন আচরণ—এসবই ধীরে ধীরে ঐশ্বরিয়ার কাছে অসহনীয় হয়ে ওঠে।

২০০২ সালের দিকে তাদের সম্পর্কের পরিসমাপ্তি ঘটে। ঐশ্বরিয়া রাই পরে ২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং একটি স্থিতিশীল পারিবারিক জীবন গড়ে তোলেন।

এখনো নাকি ঐশ্বরিয়াকে ভুলতেই পারেননি সালমান খান। বহু অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে ভাইজানের। কিন্তু মনে রয়ে গিয়েছে পুরনো প্রেম— এমনই দাবি অবশ্য সালমানের অনুরাগীদের। ‘হম দিল দে চুকে সনম’ ছবির শুটিং থেকে প্রেম শুরু সালমান ও ঐশ্বরিয়া।  সেই প্রেম নিয়ে চর্চাও হয়েছিল বিস্তর। ঐশ্বরিয়ার প্রেমে নাকি সেই সময়ে ডুবে ছিলেন সালমান। এমনকি বিয়ের কথাও ভেবেছিলেন। কিন্তু তার মাঝেই ঘটে ছন্দপতন। ভেঙে যায় সম্পর্ক। যদিও তাদের প্রেমে ভাঙা নিয়ে বিস্তর জলঘোলা হয়। শোনা যায় ঐশ্বরিয়া ওপর অতিরিক্ত খবরদারি শুরু করেন সালমান। পরিস্থিতি এমন পর্যায় পৌঁছায় যে, সালমানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হয় অভিনেত্রীকে। এত বছর পর তাদের সম্পর্ক নষ্ট হওয়ার আসল কারণ খোলসা করলেন ভাই সোহেল খান।

সেই সময় সালমানের দুই বোন আলভিরা এবং অর্পিতার সঙ্গেও বেশ ভালো সম্পর্ক হয়ে যায় অ্যাশের। তখন তাদের প্রেমের গুঞ্জনে ডগমগ করছে টিনসেল টাউন। সালমানও বলিউডে ঐশ্বরিয়া পায়ের তলায় মাটি শক্ত করতে উঠে পড়ে লাগেন। তিনি কার সঙ্গে কাজ করবেন, কোনো ছবি নেবেন সে বিষয়েও পরামর্শ দিতে শুরু করেন সালমান। এ সময়ই তার বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ শিকারের মামলাও চলছে। তবে, এ সব নাকি আসল কারণ নয়। সালমানের ছোট ভাই সোহেল জানান, ঐশ্বরিয়া চাননি সালমানের সঙ্গে তার সম্পর্ককে প্রকাশ্যে স্বীকৃতি দিতে। অন্য দিকে সালমান ভীষণ ভাবে চাইছিলেন সকলকে জানাতে। সেই কারণেই নাকি সালমান নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন। সোহেলের অভিযোগ ঐশ্বরিয়া কখনই প্রতিশ্রুতিবদ্ধ হতে চাননি।

এনই

শেয়ার করুনঃ
Advertisement