আনচেলত্তির আশা ছাড়েনি ব্রাজিল 

আনচেলত্তির আশা ছাড়েনি ব্রাজিল 

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:১৯, ২ মে ২০২৫

কার্লো আনচেলত্তিকে নিয়ে কম জলঘোলা হয়নি শেষ কিছু দিনে। ব্রাজিল তাদের জাতীয় দলের কোচ হিসেবে এখনও পেতে চায় তাকে। যদিও রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তি ও ছাড়পত্র নিয়ে জটিলতা কাটেনি।
 
ইএসপিএনের সূত্র অনুযায়ী, আনচেলত্তিকে পেতে অপেক্ষার সময়সীমা বাড়িয়েছে সিবিএফ। তারা চায় ২৬ মে’র মধ্যে নতুন কোচ নিয়োগ দিতে। সেদিনই জুন মাসে অনুষ্ঠেয় ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য দল ঘোষণা করবে ব্রাজিল।

এই মুহূর্তে আনচেলত্তির সঙ্গে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের আলোচনার অপেক্ষায় আছে সিবিএফ। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে বৈঠক হবে। রিয়াল মাদ্রিদ বর্তমানে লা লিগায় বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পেছনে আছে, এবং মে ১১ তারিখে দুই দলের গুরুত্বপূর্ণ এল ক্লাসিকো ম্যাচ রয়েছে।

আনচেলত্তির বর্তমান চুক্তি আছে ২০২৬ সালের জুন পর্যন্ত। তবে যদি তিনি নিজে থেকে ক্লাব ছাড়েন, তাহলে রিয়াল মাদ্রিদ তাকে পুরো অর্থ দিতে বাধ্য থাকবে না। ক্লাবের নিয়ম অনুযায়ী, কোচ বরখাস্ত হলে তাকে ছয় মাসের বেতন দেয়া হয়। কিন্তু নিজে থেকে চলে গেলে সে সুবিধা পান না।

একটি সূত্র জানিয়েছে, রিয়াল মাদ্রিদ যদি ‘অনিচ্ছাকৃতভাবে’ আনচেলত্তিকে ছাড়েও, তাহলে ব্রাজিল কনফেডারেশনকে ক্ষতিপূরণ দিতে হবে। বিকল্প একটা রাস্তা খোলা আছে, মাদ্রিদ হয়তো তার বেতনের একটি অংশ দেবে, বাকি অংশ ব্রাজিল দেবে – এমন একটি সমঝোতা হতে পারে।

যদিও আনচেলত্তিই এখনো সিবিএফের প্রথম পছন্দ, তবে তাকে নিয়ে অনিশ্চয়তা থাকায় বিকল্পও বিবেচনায় নিচ্ছে তারা। সেগুলোর মধ্যে আছে আল হিলালের কোচ জর্জ জেসুস ও পালমেইরাসের আবেল ফেরেইরার নাম।

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে আনচেলত্তির রিয়াল মাদ্রিদের শেষ লিগ ম্যাচ ২৪ বা ২৫ মে’র মধ্যে মাঠে গড়াবে। এর পরেই পরিস্থিতি পরিষ্কার হতে পারে।

এনই

শেয়ার করুনঃ
Advertisement