মিশরের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ইসরায়েলের

মিশরের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ইসরায়েলের

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:২৩, ২ মে ২০২৫

চীনা বিমান বাহিনীর সহায়তায় ইসরায়েলের ওপর গুপ্তচরবৃত্তি করছে মিশর। কায়ারোর বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে একটি ইসরায়েলি সংবাদমাধ্যম। 

ইসরায়েলি সংবাদমাধ্যম নাতসিভ.নেট দাবি করেছে, যৌথ প্রশিক্ষণ মহড়ার অংশ হিসেবে উচ্চ মিশরে চীনা বিমান আসার পর মিশর দক্ষিণ ফ্রন্টে ইসরায়েলি সিস্টেমের সক্ষমতা পরীক্ষা শুরু করেছে। যেসব সরঞ্জাম এসেছে তার মধ্যে রয়েছে একটি চীনা প্রাথমিক সতর্কীকরণ বিমান, যা বেনি সুয়েফ সামরিক বিমানবন্দরে অবতরণ করেছে।

প্রতিবেদন অনুসারে, চীনা প্রাথমিক সতর্কীকরণ বিমানটি সিনাই এবং ইসরায়েলের আকাশসীমায় ঘটনাবলীর রিয়েল-টাইম আকাশসীমায় দৃশ্যমানতা প্রদান করতে সক্ষম।  যার ফলে মিশর ইসরায়েলের সামরিক কার্যকলাপ পর্যবেক্ষণ করতে সক্ষম।

ওয়েবসাইটটি দাবি করেছে, চীন ইসরায়েলি সীমান্তের কাছে ‘উস্কানিমূলক’ বিমান চালিয়েছে, ইসরায়েলি সতর্কতা ব্যবস্থা সক্রিয় করেছে।  অন্যদিকে চীনা প্রাথমিক সতর্কীকরণ বিমানটি ইসরায়েলি প্রতিক্রিয়া রেকর্ড করেছে।

প্রতিবেদনে এই পদক্ষেপকে মিশর-ইসরায়েল শান্তি চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং চুক্তির গ্যারান্টার মার্কিন যুক্তরাষ্ট্রের নীরবতার প্রতি বিস্ময় প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে হাইফা বন্দরের মতো তার ভূখণ্ডে চীনা স্বার্থের প্রতি সাড়া দেওয়ার জন্য ইসরায়েলকে আহ্বান জানান হয়েছে।  জোর দিয়ে বলা হয়েছে, ইসরায়েল তাইওয়ান নয়, এই ধরনের উস্কানি সহ্য করা উচিত নয়।

প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশিত হলো যখন এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মিশর এবং চীন যৌথ বিমান মহড়া চালাচ্ছে।

এ অভিযোগের বিরুদ্ধে এখনও কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানায়নি ইসরায়েল।

এনই

শেয়ার করুনঃ
Advertisement