কীভাবে এতটা ফিট থাকেন আনুশকা? জানুন সেই রহস্য

Published : ২১:০৫, ১৭ মে ২০২৫
সেই অনুষ্ঠানে আনুশকাকে প্রশ্ন করা হয়েছিল, এমন কী অভ্যাস আছে যা অন্যদের শেখা উচিত? জবাবে তিনি মজা করে বলেন, তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, কারণ আমার কোনো সোশ্যাল লাইফ নেই! এরপর গুরুত্ব দিয়ে জানান, যেটা সত্যিই মানুষকে অনুপ্রাণিত করতে পারে, তা হলো- তাড়াতাড়ি রাতের খাবার খাওয়া ও ঘুমিয়ে পড়া।
আনুশকা বলেন, আমি তাড়াতাড়ি ডিনার করি, আর আমি মনে করি এটা আমার শরীরের পক্ষে দারুণ কাজ করে। সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যেই আমার ডিনার শেষ হয়ে যায়। আমি মেয়ের সঙ্গে খাই। ও দুপুরে ১১টা বা সাড়ে ১১টার দিকে লাঞ্চ করে, তখন আমিও লাঞ্চ করি। এতে আমি ভালো বিশ্রাম পাই, ভালো ঘুম হয়। আমার ঘুম সংক্রান্ত সব সমস্যা চলে গেছে। আমি সকালে আরও ফ্রেশ বোধ করি, আমার শক্তি বেশি থাকে, মাথা পরিষ্কার কাজ করে। আমি মনে করি এই পরিবর্তনের পুরো কৃতিত্বই যায় তাড়াতাড়ি খাওয়ার অভ্যাসের প্রতি, কারণ এটিই একমাত্র পরিবর্তন যা আমি করেছি।”
আরেকটি সাক্ষাৎকারে আনুশকা আরও জানান, তাড়াতাড়ি রাতের খাবার খাওয়ার ফলে তার ব্রেন ফগ বা মস্তিষ্কে ঝিমঝিম ভাব অনেকটাই কমে গেছে। এই অভ্যাস মূলত সময় বাঁচানোর সুবিধা থেকে শুরু হলেও পরে তিনি ও বিরাট সিদ্ধান্ত নেন একসঙ্গে খেয়ে রান্নাঘর বন্ধ করে দেওয়ার। “এখন পুরো পরিবার এই নিয়ম মেনে চলে,” বলেন তিনি।
ভারতের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ এর গবেষণা অনুযায়ী, দিন শেষে দেরিতে খাওয়ার ফলে বিপাকজনিত (মেটাবলিক) সমস্যা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। কিন্তু সকাল ও সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে খাবার গ্রহণের অভ্যাস- যেমন তাড়াতাড়ি ব্রেকফাস্ট ও ডিনার রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং শরীরের শক্তি উৎপাদন ব্যবস্থাও উন্নত হয়।