হুমার রূপের আগুনে মুগ্ধ অনুরাগীরা

হুমার রূপের আগুনে মুগ্ধ অনুরাগীরা

TheBusinessDaily

Published : ২০:৪৪, ১৭ মে ২০২৫

সিরিজটি প্রসঙ্গে হুমা বলেন, ‘আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি সিরিজের জন্য নির্মাতারা আমাকে ভেবেছেন, জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি বিগত পর্বের মতো এবার তৃতীয় কিস্তিও বাজিমাত করবে।

 

বর্তমানে ওয়েব সিরিজে অভিনয় করে বেশ আলোচনায় আছেন বলিউডের অভিনেত্রী। নানা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন তিনি। এবার খলনায়িকার চরিত্রে।

ক্রাইম সিরিজদিল্লি ক্রাইমব্যাপক সাড়া ফেলে। সানড্যান্স উৎসবে প্রিমিয়ার হওয়া সিরিজটি ইন্টারন্যাশনাল এমিতে পুরস্কার জেতে। মুক্তি পাওয়া সিরিজটির দ্বিতীয় মৌসুমও প্রশংসা পায়। এবার আসছে তৃতীয় মৌসুম। বেশ কিছু সিনেমার কাজ হাতে আছে এই অভিনেত্রীর।

শেয়ার করুনঃ
Advertisement