ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া, শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া, শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক:

Published : ১৫:০৬, ২৩ মে ২০২৫

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাতে দ্য জাকার্তা পোস্টের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত ২টা ৫২ মিনিটে কম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৬৮ কিলোমিটার গভীরে। 

ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ ও গভীরতা ৮৪ কিলোমিটার। এ ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই বলে তারা নিশ্চিত করেছে।

দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানান, বেনগকুলু শহরে ভূমিকম্পে ১৪০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৮টি সম্পূর্ণভাবে ধসে পড়েছে এবং মেরামতযোগ্য নয়। এছাড়া অন্তত ৬টি সরকারি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেন্ট্রাল বেনগকুলু জেলায় আরও দুটি বাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান। তবে আজ সকাল পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থিত হওয়ার কারণে ঘন ঘন ভূমিকম্পের সম্মুখীন হয় এ দেশ। 

ভৌগোলিক অবস্থান দেশটিকে কেবল বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর মধ্যে একটি করে তোলেনি; বরং এটিকে শক্তিশালী মেগাথ্রাস্ট ভূমিকম্পের ঝুঁকিতেও ফেলেছে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement