ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে চাকরি হারালেন মাইক্রোসফট কর্মী 

ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে চাকরি হারালেন মাইক্রোসফট কর্মী 

আন্তর্জাতিক ডেস্ক:

Published : ১৫:১৭, ২৩ মে ২০২৫

গাজায় গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানোয় জো লোপেজ নামের এক কর্মীকে বরখাস্ত করেছে মাইক্রোসফট। প্রযুক্তি জায়ান্টটি এ তথ্য নিশ্চিত করেছে। 

শুক্রবার (২৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

এর আগে গত সোমবার কোম্পানির বার্ষিক ডেভেলপার সম্মেলনে সিইও’র বক্তব্যে বাধা দেন জো লোপেজ। তিনি মাইক্রোসফটের এক ফার্মওয়্যার ইঞ্জিনিয়ার এবং কোম্পানির ক্লাউড-কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘অ্যাজিউর’-এর কিছু অংশেও তিনি কাজ করেছিলেন।

মাইক্রোসফটের প্রধান নির্বাহী সাত্যিয়া নাদেলার সামনে প্রতিবাদ করার পর নিরাপত্তা কর্মকর্তারা তাকে তাৎক্ষণিকভাবে কনফারেন্স থেকে বের করে দেন। 

লোপেজ বলেছেন, ‘সাত্যিয়া, মাইক্রোসফট কীভাবে ফিলিস্তিনিদের হত্যা করছে সেটা আপনি দেখান। ইসরায়েলের যুদ্ধাপরাধে অ্যাজিউর কীভাবে সহায়তা করছে সেটিও আপনি দেখান।’

সিইও’র বক্তৃতা বন্ধ করে প্রতিবাদের পর সবাইকে একটি ইমেইল পাঠান লোপেজ, যেখানে কেন এই প্রতিবাদ করেছেন তার ব্যাখ্যা দিয়েছেন তিনি।

ইমেইলে লোপেজ লেখেন, ‘বিশ্বের অন্যতম বড় কোম্পানি হিসেবে মাইক্রোসফটের অসীম ক্ষমতা আছে সঠিক কাজ করার। তারা এই নিষ্ঠুর ট্রাজেডি থামানোর দাবি জানাতে পারত, না হলে আমরা ইসরায়েলকে প্রযুক্তিগত সহায়তা বন্ধ করে দেব এমনও বলতে পারত কোম্পানিটি। ’

তিনি লেখেন, ‘কোম্পানি যদি এই দাবি উপেক্ষা করে তবে আমি কথা দিচ্ছি এটি চুপচাপ মেনে নেওয়া হবে না। দুনিয়া এরই মধ্যে বুঝে গেছে আমরা কীভাবে এর সঙ্গে জড়িত এবং তারাও আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। বয়কট আরও বাড়বে এবং আমাদের ভাবমূর্তি আরও খারাপ হতে থাকবে।’

এদিকে ‘নো অ্যাজিউর ফর অ্যাপারথাইড’ বা নোয়া নামের এক শ্রমিক নেতৃত্বাধীন দল ডেভেলপার কনফারেন্সে লোপেজের সঙ্গে মিলিয়ে একটি প্রতিবাদেরও আয়োজন করে। এক বছরেরও বেশি সময় ধরে মাইক্রোসফটের এআই ও ক্লাউড কম্পিউটিং সেবা ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে এ দলটি।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement