গাইবান্ধায় সাবেক ৬ এমপিসহ ৮৫ জনের বিরুদ্ধে মামলা

Published : ১৭:২৭, ২৩ মে ২০২৫
গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়োজিদ বোস্তামি জীমকে (২৪) হত্যাচেষ্টার ঘটনায় গণঅভ্যুত্থানের ১০ মাস পর সাবেক ৬ সংসদ সদস্যসহ নিষিদ্ধ আওয়ামী লীগ ৮৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে ভুক্তভোগী বায়োজিদ বোস্তামি জীম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
আসামিরা হলেন- গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য নাহিদ নিগার সুলতানা, গাইবান্ধা-২ সদর আসনের সাবেক শাহ সরোয়ার কবির ও মাহাবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৩ সাদুল্লাপুর- পলাশবাড়ী আসনের সাবেক সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও গাইবান্ধা-৫ ফুলছড়ি- সাঘাটা আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৪ জুলাই দুপুরে গাইবান্ধা সরকারি কলেজ মাঠ থেকে বায়েজিদকে জোরপূর্বক অপহরণ করে জেলা ছাত্রলীগ সভাপতি আসিফ সরকারের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে লোহার রড, হকিস্টিক ও বাঁশের লাঠি দিয়ে ব্যাপক মারধর করা হয়।
পরে রাত ১০টার দিকে গলা চেপে হত্যার চেষ্টা চালানো হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর গত ৪ আগস্ট দুপুর ২টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকেরকার্যালযের সামনে থেকে পুনরায় বায়োজিদকে আটক করে পুলিশ সুপারের কার্যালয়ের গেটের সামনে নিয়ে মারধর করা হয়। এ সময় ৭০-৭৫টি রাবার বুলেট তার শরীরে গুলি ছোড়া হয় বলে এজাহারে বলা হয়।
মামলার বাদী গাইবান্ধা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়োজিদ বোস্তামি জীম বলেন, দুই দফায় তার ওপর হামলা করে বেদম মারধর করাসহ হত্যাচেষ্টা চালায় ফ্যাসিস্ট নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনার ১০ মাস পর অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করেছি।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর ইসলাম তালুকদার বলেন, জোরপূর্বক অপহরণের পর মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী নিজে বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় সাবেক ৬ সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতিসহ অঙ্গসংগঠনের ৮৫ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।
বিডি/ও