রংপুরে বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের বৃক্ষরোপণ

রংপুরে বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের বৃক্ষরোপণ

রংপুর প্রতিনিধি:

Published : ২০:৩৫, ২৩ মে ২০২৫

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মভিটা সংলগ্ন জায়গায় গড়ে তোলা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন এবং বাংলা একাডেমি পরিচালিত প্রতিষ্ঠান বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রে বৃক্ষরোপণ করা হয়েছে। 

শুক্রবার (২৩ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলা একাডেমির উদ্যোগে এ আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. জাকির হোসেন।

এ সময় দিনটিকে স্মরণীয় করে রাখতে একটি গুবাকতরু অর্থাৎ সুপারি গাছের চারা রোপণ করা হয়। 'বাতায়ন-পাশে গুবাক-তরুর সারি' শিরোনামে চক্রবাক কাব্যগ্রন্থে কাজী নজরুল ইসলামের লেখা একটি অসাধারণ কবিতা রয়েছে।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে বাংলা একাডেমির সচিব (উপ-সচিব) ড. মো. সেলিম রেজা, প্রশাসন, মানবসম্পদ উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের পরিচালক সমীর কুমার সরকার, হিসাবরক্ষণ ও বাজেট উপ-বিভাগের উপ-পরিচালক কামাল উদ্দীন আহমেদ, মিলনায়তন উপ-বিভাগের উপ-পরিচালক এস. এম. জাহাঙ্গীর কবীর, বেগম রোকেয়ার ভাতিজি তৃতীয় প্রজন্মের উত্তরসূরী সাবেক শিক্ষক রনজিনা সাবের, বেগম রোকেয়া স্মৃতি সংসদের সভাপতি আবু জাকারিয়া মোহাম্মদ রাশেদুন্নবী চৌধুরী রাজু, বেগম রোকেয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও রোকেয়া বিশেষজ্ঞ রফিকুল ইসলাম দুলাল, বাংলা একাডেমির সহ-পরিচালক এবং বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ আবিদ করিম মুন্না, স্মৃতিকেন্দ্রের সহগ্রন্থাগারিক আবেদা সুলতানাসহ রংপুর হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement