পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস

পীরগঞ্জে জুলাই  গণঅভ্যুত্থান দিবস

পীরগঞ্জ প্রতিনিধি : বিষ্ণুপদ রায়

Published : ০১:০৮, ৬ আগস্ট ২০২৫

৩৬ জুলাই শহীদদের স্মরণে ও গণঅভ্যুত্থান ২০২৫ যথাযথ মর্যাদায় দিবসটি পালন উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম,

থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম, জামায়েত ইসলামী ওলেমা বিভাগের নেতা রফিকুল ইসলাম, কমিউনিস্ট পার্টির উপজেলা সাধারণ সম্পাদক মর্তুজা আলম, ছাত্র- জনতার আন্দোলন নেতা আবু সালে সিহাব, ছাত্র সমন্বয়ক সাকিব আহন্মেদ, শিক্ষার্থী নীলিমা ইয়াসমিন , ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেজবাউল পারভেজ সূর্য প্রমুখ।
বক্তারা বলেন,  গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিভিন্ন ভাবে বিভ্রান্তিকর অস্থিরতা তৈরি করে কাজ করছে।

তাই সকলকেই সজাগ ভাবে দেশ পরিচালনায় আন্তরিক হতে হবে। দেশ প্রেমিক হিসেবে আপামর জনতার পাশে থাকার আহবান জানান। এছাড়া জুলাই গণঅভ্যুন্থানের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে শহীদদের আত্মার মাগফিরাত এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা।
আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের অফিসার, রাজনৈতিক দলের নেতা কর্মী, শিক্ষক, শিক্ষার্থী অন্যান্য পেশাজীবীর লোকজন ও গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন। এদিন জুলাই পূর্ণ জাগরণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুনঃ
Advertisement