পীরগঞ্জে জামায়াতের গণমিছিল

পীরগঞ্জে জামায়াতের গণমিছিল

পীরগঞ্জ প্রতিনিধি : বিষ্ণুপদ রায়

Published : ০১:১২, ৬ আগস্ট ২০২৫

 ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছাত্র-জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গণমিছিল হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকালে একটি গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। দলটির স্থানীয় নেতাকর্মীরা এতে অংশ নেন।

গণমিছিলটি পীরগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরবর্তী সময়ে একটি পথসভায় পরিণত হয়। পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর বাবুল আহম্মেদ।

সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামের ওলামা ও মসজিদ মিশন সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কাসেম আলী, ও ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আহসান মুজাহিদ প্রমুখ।

বক্তারা দেশব্যাপী অব্যাহত দুর্নীতি, দমন-পীড়ন ও রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনের অঙ্গীকার ব্যক্ত করেন। একইসঙ্গে তারা ইসলামিক মূল্যবোধ ও গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে দলীয় কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন।

শেয়ার করুনঃ
Advertisement