শাহবাগে সমাবেশ সফল করায় ছাত্রদল নেতা বাসিতকে তারেক রহমানের ধন্যবাদ

Published : ০২:১৩, ৬ আগস্ট ২০২৫
জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত ছাত্রদলের সাম্প্রতিক সমাবেশে তার দায়িত্বশীল ও শৃঙ্খলাবদ্ধ ভূমিকাকে মূল্যায়ন করে এ প্রশংসা করা হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এই শুভেচ্ছা জানানো হয়।
চিঠিতে বলা হয়, “গত ৩ আগস্ট শাহবাগ মোড়ে অনুষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্র সমাবেশ’ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। এই সফলতার পেছনে আপনার আন্তরিকতা, কর্তব্যনিষ্ঠা, এবং সংগঠনপ্রেম অত্যন্ত প্রশংসনীয়। এজন্য ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান আপনাকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়েছেন।”
এদিকে সংগঠনটির দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, কেন্দ্রীয় ছাত্রদলের আরও ২৫৮ নেতা এবং বিভিন্ন মহানগর ও জেলার শীর্ষ নেতাদেরও আলাদাভাবে অভিনন্দন পত্র প্রদান করা হয়েছে।
ছাত্রদলের এই সমাবেশে ‘জুলাই গণঅভ্যুত্থানে’ শহীদদের স্মরণ করা হয় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।