দ্বিতীয়বারের মতো বদলানো হলো গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম

Published : ১৮:১৮, ৭ আগস্ট ২০২৫
বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম সাংবাদিকদের জানান, “গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন নিয়ে একটি অংশ থেকে প্রতিবাদ আসছিল। ওই প্রেক্ষাপটেই উপদেষ্টা পরিষদ সর্বসম্মতিক্রমে বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।” তিনি আরও বলেন, “নতুন নামটি হবে ‘University of Frontier Technology Bangladesh’, যাতে প্রযুক্তিনির্ভর শিক্ষার অগ্রণী ভূমিকা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের ভবিষ্যৎ ভূমিকা আরও স্পষ্টভাবে ফুটে ওঠে।” বিশ্ববিদ্যালয়টি ২০১৬ সালে গাজীপুরের কালিয়াকৈরে প্রতিষ্ঠিত হয় একটি প্রযুক্তি ও ডিজিটাল শিক্ষাকেন্দ্র হিসেবে। এর মূল নাম ছিল— পরবর্তীতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে, অন্তর্বর্তী সরকার দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অংশ হিসেবে এটির নাম ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ করে। তবে নাম থেকে বঙ্গবন্ধুর নাম বাদ পড়ায় এবং আঞ্চলিকীকরণ (เฉকাজীপুর) নিয়ে বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়। বিশেষ করে প্রযুক্তি ও উচ্চশিক্ষা সংশ্লিষ্ট পেশাজীবীরা মনে করেন, ‘গাজীপুর’ নামটি একটি আঞ্চলিক পরিচিতি তৈরি করে, যা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিনির্ভর বৈশ্বিক অবস্থানকে যথাযথভাবে তুলে ধরতে ব্যর্থ।
এজন্যই দ্বিতীয়বারের মতো নাম পরিবর্তন করে একে ‘ফ্রন্টিয়ার টেকনোলজি’—অর্থাৎ আধুনিক, উদীয়মান ও গবেষণানির্ভর প্রযুক্তির সঙ্গে সংযুক্ত একটি নাম দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়টি আইওটি (IoT), রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), বিগ ডেটা, সাইবার সিকিউরিটি ইত্যাদি উন্নত প্রযুক্তিনির্ভর বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি করে আসছে। শিক্ষাবিদ ও শিক্ষানীতি বিশ্লেষকরা বলছেন, "নামকরণ কেবল পরিচয় নয়, এটি একটি প্রতিষ্ঠানের দর্শন ও ভবিষ্যৎ পথচলার দিক নির্দেশ করে। ‘ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ’ নামটি একদিকে যেমন আধুনিক প্রযুক্তির প্রতীক, তেমনি আন্তর্জাতিক পরিসরে বিশ্ববিদ্যালয়টির গ্রহণযোগ্যতা বাড়াতে সহায়ক হবে।"
নাম পরিবর্তন নিয়ে বিতর্ক ও প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে দ্বিতীয়বারের মতো গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করল সরকার। নতুন নাম ‘ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ’ বিশ্ববিদ্যালয়টির প্রযুক্তিনির্ভর বিশেষায়ন ও আধুনিক শিক্ষার লক্ষ্যের সঙ্গে অধিক সামঞ্জস্যপূর্ণ—এমনটাই আশা করছে সংশ্লিষ্ট মহল।