ভোটকেন্দ্রে বডি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা, নির্বাচনে মোতায়েন থাকবে ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনী

ভোটকেন্দ্রে বডি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা, নির্বাচনে মোতায়েন থাকবে ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয় প্রেস ব্রিফিং,

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:০৫, ৬ আগস্ট ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রতিটি ভোটকেন্দ্রে বডি ক্যামেরা বসানো এবং নিরাপত্তা নিশ্চিতে প্রায় ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের ৪৭ হাজার ভোটকেন্দ্রের প্রতিটিতে একটি করে বডি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই বডি ক্যামেরাগুলো সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশের সিনিয়র কর্মকর্তার হেফাজতে থাকবে। এর মাধ্যমে ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিশ্লেষণে সহায়তা করা হবে।

ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার, পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীসহ প্রায় ৮ লাখ নিরাপত্তা সদস্য মাঠে থাকবে বলে জানান তিনি। এদের সবাইকে নির্বাচনকেন্দ্রিক বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে এবং নির্বাচন পূর্ব মহড়ারও আয়োজন করা হবে।

সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে পোলিং ও প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণের বিষয়েও নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা চলছে। নির্বাচনের দিন প্রিজাইডিং অফিসারদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সঙ্গে আনসার ও পুলিশের উপস্থিতি থাকবে। ৭৬ জন কর্মকর্তার সাম্প্রতিক বদলি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এটি একটি রুটিন প্রক্রিয়া এবং প্রশাসনিক ধারাবাহিকতার অংশ হিসেবেই বিবেচিত হচ্ছে।

বডি ক্যামেরা স্থাপন এবং বিপুল পরিমাণ নিরাপত্তা বাহিনী মোতায়েনের এই উদ্যোগ নির্বাচনের স্বচ্ছতা ও নিরাপত্তা জোরদারে সরকারের প্রস্তুতির অংশ। ভোটারদের আস্থা ফেরাতে এসব ব্যবস্থাকে কার্যকর মনে করছেন বিশ্লেষকরা।

শেয়ার করুনঃ
Advertisement