সিরিজ হারের পর পিএসএলে যোগ দিলেন রিশাদ

সিরিজ হারের পর পিএসএলে যোগ দিলেন রিশাদ

স্পোর্টস ডেস্ক:

Published : ১৪:১৭, ২২ মে ২০২৫

সংযুক্ত আরব আমিরাতে কাছে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে নিজের সেরাটা নিতে পারেননি রিশাদ হোসেন। তবে ম্যাচ শেষে পিএসএল খেলতে পাকিস্তানের বিমান ধরেন তিনি। লাহোর কালান্দার্স শিবিরে যোগ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ মে) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন রিশাদ ও তার দল লাহোর কালান্দার্স।

লাহোর তাদের পোস্টের ক্যাপশনে লিখেছেন, দেখুন কে ফিরে এসেছে! করাচি কিংসের বিপক্ষে গুরুত্বপূর্ণ এলিমিনেটরের আগে রিশাদ দলে যোগ দিয়েছেন।

আগের রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৪ ওভারে ৩২ রান খরচ করে ১ উইকেট শিকার করেছেন রিশাদ। প্রথম তিন ওভারে ১৩ রান দিয়েছিলেন তিনি। তবে নিজের শেষ ওভারে ১৯ রান খরচ করেন তিনি। এতেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

আসন্ন পাকিস্তান সফরের স্কোয়াডেও রয়েছেন রিশাদ। তবে পিএসএলে করাচি কিংসের বিপক্ষে গুরুত্বপূর্ণ এলিমিনেটর ম্যাচকে সামনে রেখে সবার আগেই পাকিস্তানে গিয়েছেন তিনি।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement