রাজধানীতে ২ বাসের মাঝখানে চাপা পড়ে প্রাণ গেলো পথচারীর

Published : ১৫:৩৩, ৯ জুলাই ২০২৫
রাজধানীর চকবাজারে বুয়েটের সামনে বকশীবাজার মোড়ে রাস্তা পারাপারের সময় ২ বাসের মাঝখানে চাপা পড়ে জহিরুল হক (৫২) নামের এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিজের অসুস্থ ছেলেকে দেখতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জহিরুল পাবনার ঈশ্বরদী উপজেলার বাবুপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। দুই ছেলের জনক ছিলেন তিনি।দুই ছেলের জনক ছিলেন তিনি। তার ছোট ছেলে ক্যানসারে আক্রান্ত হয়ে বর্তমানে ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছেন।
নিহতের শ্যালিকা সিনথিয়া বেগম বলেন, দুলাভাই তার অসুস্থ ছেলেকে দেখতে ঢামেকে আসার পথে রাত আনুমানিক দশটার দিকে বকশীবাজার মোড় ও বুয়েটের মাঝামাঝি সড়কে রাস্তা পারাপারের সময় দুই বাসের পাল্লাপাল্লিতে মৌমিতা পরিবহন বাসে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
প্রাথমিক চিকিৎসা ও ডান হাত ভেঙে যাওয়ায় প্লাস্টার করেন চিকিৎসকরা। পরে সেখান থেকে বাসায় নিয়ে যেতে বলেন চিকিৎসকরা। তাকে বাসায় নিয়ে আসার পথেই তার অবস্থার অবনতি হলে পুনরায় বাসা থেকে দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, দুলাভাইয়ের ছেলে, আমার ভাগ্নে জুবায়েরের (১৩) ব্লাড ক্যান্সার ধরা পড়ায় প্রায় ৮-৯ মাস যাবত ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাশে বাসা ভাড়া নিয়ে তারা বসবাস করতেন।
বর্তমানে জুবায়ের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। দুলাভাই রাতে মাদ্রাসা শিক্ষা বোর্ড মসজিদে এশার নামাজ পড়েন। তারপর ছেলেকে মেডিকেলে দেখতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
সিনথিয়া বলেন, দুলাভাই জহুরুল গ্রামে মুদির ব্যবসা করতেন। তিনিই সংসারের একমাত্র উপার্জনকারী ছিলেন। তার ছেলের চিকিৎসা বাবদ অনেক টাকা খরচ হওয়ায় বর্তমান তার ব্যবসাও বন্ধ রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক জানান, আহত অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। এ ঘটনায় বাস ও চালককে স্থানীয়রা আটক করে থানায় সোপর্দ করে।
বিডি/