রাজধানীর টিকাটুলিতে কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে দমকলের ৭ ইউনিট

রাজধানীর টিকাটুলিতে কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে দমকলের ৭ ইউনিট

TheBusinessDaily

Published : ১৩:২৭, ২ জুলাই ২০২৫

রাজধানীর টিকাটুলিতে একটি কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ভোরে হাটখোলা রোডের মামুন প্লাজার তৃতীয় তলায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে তাদের প্রথম ইউনিট সকাল পাঁচটা সাত মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এরপর ধাপে ধাপে আরও ইউনিট যুক্ত হয়ে মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

মামুন প্লাজা নামের ভবনটি বারোতলা বিশিষ্ট। এর নিচের তিনটি তলা বাণিজ্যিক কার্যক্রমের জন্য ব্যবহৃত হতো। উপরিভাগের আটটি তলা ছিল আবাসিক। অগ্নিকাণ্ডের পর ভবনের সব বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এ ঘটনায় এখনো কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে আবাসিক ভবনে কেমিক্যাল গুদাম স্থাপনের অনুমোদন রাজউক থেকে নেওয়া হয়েছিল কিনা, তা-ও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শেয়ার করুনঃ
Advertisement