বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

TheBusinessDaily

Published : ১৪:১১, ১ জুলাই ২০২৫

রাজধানীর মেরুল বাড্ডায় এক বাসা থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম আসাদুজ্জামান দুর্ব, বয়স ২৫ বছর। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, সোমবার বিকেলে মেরুল বাড্ডার কাঁচাবাজার গলির একটি ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। দুর্ব ওই বাসায় একা থাকতেন। বিকেলে পাশের রুমের ভাড়াটিয়া তার রুম বন্ধ দেখতে পেয়ে বিষয়টি সন্দেহজনক মনে করেন। পরে দুর্বর চাচা সাদিকুর রহমান খবর পেয়ে বাসায় গিয়ে রুম বন্ধ পান এবং পুলিশে খবর দেন।

পুলিশ ও বাড়িওয়ালার সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, দুর্ব ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে। আত্মহত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি

শেয়ার করুনঃ
Advertisement