ম্যাগনিটো ডিজিটাল: নতুন-পুরানো মিলিয়ে শুরু নতুন অধ্যায়!

Published : ০০:৫৪, ৩০ এপ্রিল ২০২৫
বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং দুনিয়ায় ম্যাগনিটো ডিজিটাল অনেকদিন ধরেই একটা পরিচিত নাম। এবার নিজেদের আরও শক্তপোক্ত করতে, অভিজ্ঞ নেতৃত্বের সাথে যুক্ত হয়েছে নতুন কিছু প্রাণচঞ্চল মুখ। টার্গেট একটাই- সামনে আরও বড় স্বপ্ন দেখা আর সেগুলো পূরণ করা।
পুরনো অভিজ্ঞতা আর তরুণ উদ্যম একসাথে ম্যাগনিটো ডিজিটাল এখন আরও তৈরি, আরও ধারালো সৃজনশীলতা, শক্তিশালী স্ট্র্যাটেজি আর বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।
নতুন এই লিডারশিপ ম্যাগনিটোর সেই বিশ্বাসই জোরালো করে, যে আমরা শুধু ট্রেন্ডের পেছনে ছোটার জন্য না, বরং নিজেদের মতো করে নতুন ট্রেন্ড গড়ে তুলতে চাই।
এই যাত্রার পেছনে আছেন নাফিস ফারহান যিনি অনেকদিন ধরেই অপারেশন আর স্ট্র্যাটেজিক দিক সামলে ম্যাগনিটোকে এগিয়ে নিচ্ছেন। তার সাথে আছেন ইকরাম হোসেন, যিনি অফিসের অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যাा আর প্রকিউরমেন্ট নিয়ে দারুণ দক্ষতার সাথে কাজ করছেন।
এখন এই সলিড ফাউন্ডেশনের উপর যোগ হয়েছে নতুন কিছু চমৎকার ট্যালেন্ট:
- কাসাফাদ্দৌজা নোমান, ক্রিয়েটিভ ডিরেক্টর যিনি ম্যাগনিটোর গল্প বলার ধরনটাই বদলে দিচ্ছেন।
- আসিফ আদনান, অ্যাকাউন্ট ডিরেক্টর ক্লায়েন্টদের সাথে কাজের ধরনে আনছেন নতুন রিলেশনশিপ বিল্ডিংয়ের ছাপ।
- মাহমুদুর রহমান শেখর, অ্যাসোসিয়েট ক্রিয়েটিভ ডিরেক্টর তার ডিজাইন আর অ্যানিমেশন স্কিল দিয়ে ম্যাগনিটোর কাজকে নতুন এক উচ্চতায় তুলতে প্রস্তুত।
- ওলিদুজ্জামান সাওন, প্ল্যানিং ডিরেক্টর ব্র্যান্ড স্ট্র্যাটেজিকে আরও শক্তিশালী করার জন্য এনেছেন কৌশলী প্ল্যানিংয়ের টাচ।
নতুন পরিবর্তন নিয়ে নাফিস ফারহান বলেন, "আমরা এখন শুধু ডিসরাস্ট করতে চাই না, স্ট্র্যাটেজিক্যালি গ্রো করাটাও আমাদের বড় ফোকাস। অভিজ্ঞতা আর নতুন ভাবনার এমন মিল খুব কম জায়গায় হয় তাই সামনে আমাদের যাত্রা হবে আরও স্পষ্ট, আরও দ্রুত, আর এক্সিলেন্সের প্রতি পুরোপুরি কমিটেড। নতুন মালিকানার চিন্তাধারাও এখানে বড় ভূমিকা রাখবে।"
ম্যাগনিটো-র দুর্দান্ত সব কাজ দেখুন: www.magnitodigital.com
ম্যাগনিটো-র অফিসিয়াল লিঙ্কডইন পেইজ: Magnito Digital LinkedIn
ম্যাগনিটো ডিজিটাল বাংলাদেশের অন্যতম সেরা ডিজিটাল এজেন্সি। টেলিকম, ফিনটেক, এফএমসিজি, ডেভেলপমেন্টসহ নানান সেক্টরে কাজ করে ম্যাগনিটো সবসময় এমন ডিজিটাল সলিউশন দেয়, যেগুলো ব্র্যান্ডের আসল গ্রোথের জনা কাজ করে। ক্রিয়েটিভিটি, স্ট্র্যাটেজি আর ইনোভেশনের মিশ্রণই ম্যাগনিটোর সবচেয়ে বড় শক্তি।
বিডি/ও