হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশের ডিলার কনফারেন্স অনুষ্ঠিত

Published : ১৩:৪৭, ৩ মে ২০২৫
গত ২৭ এপ্রিল হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি দেশজুড়ে তাদের বিস্তৃত ডিলার নেটওয়ার্ককে একত্রিত করার মাধ্যমে কক্সবাজারে আয়োজন করেছে বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৫।
একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এই সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল “রাইজ উইথ স্ট্রেংথ”, যেখানে অংশ নেন দেশের নানা প্রান্ত থেকে আগত ডিলাররা, সেলস-মার্কেটিং টিম এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সম্মেলনে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মি. ট্যারেন্স ওং এবং ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন, যা প্রতিষ্ঠানটির ডিলারদের প্রতি দৃঢ় নেতৃত্ব, অঙ্গীকার এবং সম্মান প্রদর্শনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠে। “আমাদের ডিলাররাই আমাদের পার্টনার” — এই বার্তার ভিত্তিতেই তারা ডিলারদের সঙ্গে নিজেদের পারস্পরিক উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি সাফল্যের রূপরেখা তুলে ধরেন।
২ দিন ব্যাপী এ আয়োজনে ছিল উদ্বোধনী বক্তব্য, ব্যবসায়িক কৌশলভিত্তিক সেশন এবং নির্মাণ খাত নিয়ে বিশেষ আলোচনার আয়োজন।
এছাড়াও বিশেষ বক্তব্য উপস্থান করেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. তানভীর মনজুর। তিনি তার বক্তব্যে বাংলাদেশের নির্মাণ উপকরণ এবং অবকাঠামো উন্নয়নের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিশ্লেষণমূলক আলোকপাত করেন।
অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর মি. ওং বলেন, “এই সম্মেলন কেবল একটি ডিলার কনফারেন্স নয়, এটি আমাদের পার্টনারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ আমাদের ডিলাররা শুধুই আমাদের সাপ্লাই-চেইন এর অংশ নন—তারা আমাদের কোয়ালিটি, স্ট্রেন্থ ও উদ্ভাবনের প্রকৃত অংশীদার।”
কনফারেন্সে দেশের বিভিন্ন স্থান থেকে আগত শীর্ষ ডিলারদের বিভিন্ন ক্যাটাগরিতে অসাধারণ পারফরম্যান্সের জন্য সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও, সম্মেলনের শেষ দিনে ছিল একটি জমকালো গালা নাইট, যেখানে অতিথিরা নিজেদের মধ্যে মতবিনিময় সহ উপভোগ করেন নানান বিনোদনমূলক অনুষ্ঠান।
ডিলার কনফারেন্স ২০২৫ হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশের পার্টনারশীপ, উদ্ভাবন এবং সম্মিলিত সাফল্যের প্রতি অঙ্গীকারের এক প্রতিফলন- যা ডিলারদের সাথে ভবিষ্যতে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ পথচলার ভিত্তি গড়ে তুলেছে।
বিডি/ও