শ্রমিক কল্যাণে বেক্সিমকো ফার্মার ৩ কোটি ৫৬ লাখ টাকা অনুদান

Published : ১২:৪৬, ১০ জুলাই ২০২৫
শ্রম আইনের বিধান মেনে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশ সরকারের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার ৩৫৬ টাকা প্রদান করেছে।
২০২৩-২০২৪ অর্থবছরের জন্য বেক্সিমকো ফার্মা এই অর্থ প্রদান করেছে, যা ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডাব্লিউপিপিএফ) বা কর্মী মুনাফা অংশগ্রহণ তহবিলের ১০ শতাংশ।
সম্প্রতি ঢাকার শ্রম ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) মহাপরিচালক ওমর মো. ইমরুল মহসিনের হাতে চেকটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এই অর্থ প্রদানের মাধ্যমে সরকারের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে বেক্সিমকো ফার্মার মোট অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ কোটি ৬ লাখ টাকা, যা আইনগত প্রয়োজনীয়তার সঙ্গে বিগত বছরগুলোর ধারাবাহিকতার প্রতিফলন।
একই অনুষ্ঠানে বেক্সিমকো ফার্মার সহায়ক প্রতিষ্ঠান-নুভিস্তা ফার্মা লিমিটেড এবং সিনোভিয়া ফার্মা পিএলসি- সরকারের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে যথাক্রমে ২২ লাখ ১৮ হাজার ৯৬ টাকা এবং ৪ লাখ ৭৬ হাজার ৫৯৬ টাকা প্রদান করে।
বিডি/ও